Advertisement
Advertisement
Rishabh Pant

পন্থের হাতে দিল্লির জার্সি তুলে দিল খুদে ভক্ত, তারকা ক্রিকেটার বললেন, ‘আমি তৈরি’

রইল সেই ভিডিও।

Rishabh Pant has been given Delhi Capitals jersey by a kid

ঋষভ পন্থ। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 13, 2024 7:19 pm
  • Updated:March 13, 2024 7:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষভ পন্থ (Rishabh Pant) যে এবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে আইপিএলে খেলতে নামছেন তা দিনের আলোর মতো পরিষ্কার। অভিনব উপায়ে পন্থের হাতে তুলে দেওয়া হয়েছে দিল্লি ক্যাপিটালসের জার্সি।
জার্সি হাতে পেয়ে তারকা উইকেট কিপার-ব্যাটার কী বলেছেন, তাও ধরা পড়েছে দিল্লি ক্যাপিটালসের পোস্ট করা ভিডিওয়।
দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে পঞ্চাশ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে ক্যাপশন হিসেবে লেখা, দিল সে অউর দিল্লি সে, ওয়েলকাম হোম ঋষভ।
সেই ভিডিওয় দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলে দিল্লি ক্যাপিটালসের জার্সি পৌঁছে দিচ্ছেন পন্থের হাতে। সেই জার্সি পন্থের হাতে তুলে দিয়ে বাচ্চাটি বলছে, ”ঋষু ভাইয়া, আপনাকে খুব মিস করেছি।” বাচ্চাটিকে পন্থ বলছেন, ”আমি তৈরি। একসঙ্গে আমরা গর্জন করব।”

ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ঘোষণা করেছে, পন্থ পুরোদস্তুর ফিট। উইকেটকিপিং-ব্যাটিং করতে সমস্যা নেই। ভয়ংকর দুর্ঘটনা তাঁর ক্রিকেটজীবনে প্রশ্নচিহ্ন ফেলে দিয়েছিল। সেই পন্থ এবার ফিরছেন আইপিএলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement