সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যার তাণ্ডবে ম্যাচ হারতে হল, খেলা শেষে তার নামটাই বেমালুম ভুলে গেলেন ঋষভ পন্থ! ম্যাচের পর সঞ্চালকের প্রশ্নের উত্তরে বললেন, ‘অন্য একটা ছেলে’র জন্য হারতে হয়েছে। উল্লেখ্য, ২০৯ রান করেও দিল্লি ক্যাপিটালসের কাছে ম্যাচ হেরেছে লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে দারুণ ব্যাট করেছেন দিল্লির বিপরাজ নিগম এবং আশুতোষ শর্মা।
লখনউয়ের বিরুদ্ধে ২১০ রানের লক্ষ্য ধাওয়া করতে গিয়ে দুই ওভারের মধ্যে ৭ রানে ৩ উইকেট হারিয়েছিল দিল্লি। সেখান থেকে কামব্যাকের লড়াই শুরু করেন ট্রিস্টান স্টাবস ও আশুতোষ শর্মা। ১৫ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে যান বিপরাজ নিগম। তিনি আউট হয়ে গেলেও আশুতোষের তাণ্ডব অব্যাহত থাকে। ইমপ্যাক্ট হিসেবে নামা ব্যাটার ৩১ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন।
ম্যাচের সেরা বেছে নেওয়া হয় আশুতোষকে। কিন্তু ম্যাচের চেহারা বদলে দিয়েছিল বিপরাজের ইনিংস। তিনি যখন ব্যাট করতে আসেন, তখন ৬ উইকেট হারিয়ে ধুঁকছে দিল্লি ইনিংস। ২১০ রান তাড়া করতে গিয়ে দিল্লির স্কোরবোর্ডে তখন মাত্র ১১৩। জেতার জন্য ৪৫ বলে চাই ৯৭ রান। কিন্তু প্রবল চাপের মধ্যে ব্যাট করতে নেমে দুরন্ত ক্যামিও খেলেন বিপরাজ। ১৫ বলে ৩৯ রান করে আউট হন ২০ বছরের তরুণ। তারপরে অবশ্য ম্যাচ জেতানোর দায়িত্ব নেন আশুতোষ।
কিন্তু ঝোড়ো ইনিংস খেলা বিপরাজের নাম বেমালুম ভুলে গেলেন পন্থ। ম্যাচ হারার পর লখনউ অধিনায়ক বলেন, “প্রথমে তো অনেকগুলো উইকেট পেয়েছিলাম। তবে ওরা গোটাদুয়েক ভালো পার্টনারশিপ করেছে। আশুতোষ-স্টাবস, আর তার পরে আরেকটা ছেলের সঙ্গে। ওই ছেলেটাই ম্যাচটা আমাদের হাত থেকে বের করে নিল।” প্রসঙ্গত, ‘ভুলো’ হিসাবে ক্রিকেটমহলে বিরাট পরিচিত নাম হল রোহিত শর্মা। ভারত অধিনায়ক মাঝেমাঝেই ক্রিকেটারদের নাম ভুলে যান। এবার সেই একই রোগ পন্থেরও। উল্লেখ্য, লেগস্পিনার হিসাবে দলে নেওয়া হয়েছিল বিপরাজকে। কিন্তু ব্যাট হাতেও আইপিএলের মাতিয়ে দিলেন অখ্যাত ক্রিকেটার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.