Advertisement
Advertisement
Rishabh Pant

টি-২০ বিশ্বকাপে কিপার হিসেবে খেলবেন পন্থ? বড় বার্তা দিলেন বোর্ড সচিব জয় শাহ

গোটা ক্রিকেট দুনিয়ার নজর ঋষভ পন্থের দিকে।

Rishabh Pant can play T20 World Cup if he can keep wicket, says BCCI secretary Jay Shah

নেটে মারমুখী মেজাজে ঋষভ পন্থ। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 11, 2024 7:14 pm
  • Updated:March 13, 2024 12:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে (IPL 2024) শুধু ব্যাটিং নয়, উইকেটকিপার হিসেবেও দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে পারফর্ম করতে হবে। দুই বিভাগে নিজেকে মেলে ধরতে পারলেই মিলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) খেলার টিকিট। ঋষভ পন্থকে (Rishabh Pant) এমনই বার্তা দিলেন বিসিসিআইয়ের (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)। এমনকি ঋষভকে দলের ‘সম্পদ’ হিসেবেও তুলে ধরলেন বোর্ড সচিব। তাঁর আরও দাবি, সম্পূর্ণ ফিট থাকলে তবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ঋষভকে নিয়ে বিবেচনা করবেন তাঁরা।

সোমবার, ১১ মার্চ জয় শাহ বলেন, “ঋষভ পন্থ নেটে ভালো ব্যাট করছে। এমনকি ওকে নেটে ভালো কিপিং করতেও দেখা গিয়েছে। তাই ওকে ফিট ঘোষণা করে দেওয়া হয়েছে।” কিছুক্ষণ থেমে তিনি ফের যোগ করেন, “ঋষভ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারে। সেটা হলে আমাদের কাছে সেটা খুব বড় ব্যাপার হবে। কারণ ঋষভ আমাদের দলের সম্পদ। সামনেই আইপিএল। সেখানে কিপিং করতে পারলে ঋষভকে বিশ্বকাপ খেলতে দেখা যেতেই পারে। দেখা যাক আইপিএলে ও কেমন পারফর্ম করে।”

Advertisement

এদিকে ঋষভকে অধিনায়ক হিসেবে সামনে রেখেই ছক সাজাচ্ছে দিল্লি শিবির। এবার তারকা উইকেটকিপারের খেলার কথা স্পষ্ট জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ইতিমধ্যেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিট সার্টিফিকেট পেয়ে গিয়েছেন ঋষভ। অর্থাৎ আসন্ন আইপিএল খেলায় আর কোনও বাধা রইল না তাঁর। ফলে পন্থের খেলা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তাতে যে কার্যত ইতি পড়ল।

[আরও পড়ুন: ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে দিল্লিতে খেলবেন অধিনায়ক পন্থ? জবাব দিলেন সৌরভ]

সৌরভ বলেন, “আইপিএল খেলার ব্যাপারে ইতিমধ্যেই এনসিএ-এর ছাড়পত্র পেয়ে গিয়েছে পন্থ। তাই পন্থই অধিনায়কত্ব করবে। আইপিএলের প্রথম ম্যাচ থেকেই ও খেলবে।” ঋষভ ফিটনেস সার্টিফিকেট পাওয়ার জন্য খুশি দিল্লি শিবিরে। সেটা জানেন দলের ডিরেক্টর অফ ক্রিকেট। তাই মহারাজ ফের যোগ করেন, “পন্থ দলে ফেরার জন্য আমাদের ব্যাটিং অনেক শক্তিশালী হল। যদিও সবাইকেই ভালো পারফর্ম করতে হবে। তবে পন্থকে আমরা ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে ব্যবহার করব কিনা সেটা নিয়ে এখনও আলোচনা হয়নি।”

মহম্মদ শামির মেডিক্যাল আপডেট

গত ২৬ ফেব্রুয়ারি তাঁর গোড়ালির অস্ত্রোপচার সম্পন্ন হয়। অ্যাকিলিস টেন্ডন মেরামতের জন্য গোড়ালিতে অপারেশন করিয়েছিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা পেসার। সেই অস্ত্রোপচার সফল হয়েছে। তবে তাঁর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে এবং বল হাতে বাইশ গজের যুদ্ধে নামতে সময় লাগবে। এমনটাই শোনা গিয়েছে। সেটা জানিয়েও দিলেন জয় শাহ। তিনি বলেন, “অস্ত্রোপচারের পর শামি দেশে ফিরে এসেছে। ও এনসিএ-তে রিহ্যাব করবে। আশাকরি বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে আয়োজিত হতে চলা সিরিজে শামিকে খেলতে দেখা যাবে।”

কবে মাঠে ফিরবেন কেএল রাহুল?

ডান পায়ের কোয়াড্রিসেপ মাসলে চোট পেয়েছিলেন কেএল রাহুল। সেইজন্য ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার পরেই ছিটকে গিয়েছিলেন। যদিও জয় শাহ বলছেন, “ও এই মুহূর্তে অনেকটাই ফিট। এনসিএ-তে রিহ্যাব করছে। খুব দ্রুত ওকে ফিট সার্টিফিকেট দেওয়া হবে। এর পরেই আইপিএল খেলার জন্য লখনউ সুপার জায়ান্টে যোগ দেবে কেএল রাহুল।”

[আরও পড়ুন: অজিদের কাছে হারলেও, কোন ছকে টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট ফাইনাল খেলতে পারে টিম ইন্ডিয়া?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement