Advertisement
Advertisement
Rinku Singh

বল হাতে গেমচেঞ্জার রিঙ্কু, ডাগ আউটে বসে স্বস্তির হাসি গম্ভীরের

রইল সেই ভিডিও।

Rinku Singh's performance brought a big smile on Gautam Gambhir's face

রিঙ্কু সিং।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 31, 2024 10:23 am
  • Updated:July 31, 2024 10:24 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে তাঁকে গেমচেঞ্জার হিসেবে দেখেছে অনেকেই। কিন্তু বল হাতে গেমচেঞ্জার রিঙ্কু সিং? এ দৃশ্য আজ পর্যন্ত দেখেছেন কেউ? শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সেই বিরল দৃশ্যই দেখা গেল।
শেষ দুওভারে শ্রীলঙ্কার দরকার ৯ রান। এই অবস্থায় রিঙ্কু সিং বল করতে আসেন। ১৯-তম ওভারে রিঙ্কু তুলে নেন দুটি উইকেট। রিঙ্কু যখন বল করছেন তখন ক্যামেরা বারংবার ধরে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে।

[আরও পড়ুন: ডুরান্ডে সেরা টিম নামানোর প্রতিশ্রুতি মলিনার, গোল করে দর্শকদের রিটার্ন গিফট দিতে চান জেমি]

Advertisement

কুশল পেরেরা ৪৬ রান করে ততক্ষণে ক্রিজে জমে গিয়েছেন। মনে করা হচ্ছে তিনিই ম্যাচ জেতাবেন শ্রীলঙ্কাকে। কিন্তু রিঙ্কু চিত্রনাট্য বদলে দেন। কুশল পেরেরা সময়ের গন্ডগোলে ক্যাচ দিয়ে ফেরেন। সেই ক্যাচ আবার ধরেন বোলার রিঙ্কুই। গম্ভীরকে হাসতে দেখা যায়। রমেশ মেন্ডিসকেও ফেরান রিঙ্কু।

যে রিঙ্কুকে বল করতে দেখা যায়নি আইপিএলেও, সেই রিঙ্কু আন্তর্জাতিক ম্যাচে বল হাতে ভেল্কি দেখাচ্ছেন। রিঙ্কুর পাশাপাশি সূর্যকুমার যাদবও বল করে ২টি উইকেট তুলে নেন।

[আরও পড়ুন: অনন্য সম্মান প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক লয়েডকে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement