Advertisement
Advertisement
Rinku Singh

রিঙ্কু আর কখনও ৫ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাতে পারবেন না! দাবি প্রাক্তন ভারতীয় তারকার

কেন এ কথা বললেন প্রাক্তন ভারতীয় ওপেনার?

Published by: Sulaya Singha
  • Posted:April 15, 2023 2:04 pm
  • Updated:April 15, 2023 2:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের বিরুদ্ধে কেকেআর জার্সিতে পুনর্জন্ম হয় রিঙ্কু সিংয়ের। শেষ ওভারে তাঁর পাঁচ বলে পাঁচ ছক্কার কাহিনি আইপিএলের (IPL 2023) ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। কিন্তু যা হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। আর কোনওদিন এমন পারফর্ম করে ম্যাচ জেতাতে পারবেন না নাইট ব্যাটার। এমনটাই মনে করছেন প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র শেহওয়াগ।

না, রিঙ্কুর (Rinku Singh) সমালোচনা নয়, বরং তাঁকে শচীন তেণ্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে তুলনা করেছেন শেহওয়াগ। বীরু মনে করছেন, এই ধরনের মারকাটারি ইনিংসই কোনও ব্যাটারের থেকে সমর্থকদের প্রত্যাশা বাড়িয়ে দেয়। ঠিক যেমনটা করা হত ধোনি কিংবা শেহওয়াগের থেকে। নাইট সমর্থকদের কাছে রিঙ্কুও সেই পর্যায়ে পৌঁছে গিয়েছেন। কিন্তু এমন অনবদ্য ইনিংস তো আর বারবার উপহার দেওয়া সম্ভব হয় না।

Advertisement

[আরও পড়ুন: দেশে ফেরানো যাবে না মেহুল চোকসিকে! অ্যান্টিগা-বারবুডার আদালতের রায়ে আরও বাড়ল জটিলতা]

শেহওয়াগের (Virender Sehwag) কথায়, “কেকেআর দলে এখন একটা বিশ্বাস জন্মে গিয়েছে যে রিঙ্কু সিং এখনও আছে। যখন ধোনি দুর্দান্ত ভাবে ম্যাচ ফিনিশ করত, তখনও একই ভাবে ভাবা হত যে ধোনি তো আছে। নব্বইয়ের দশকে আবার মনে করা হত শচীন তেণ্ডুলকর থাকলে ম্যাচ জেতা যাবে, না হলে নয়। এখন রিঙ্কু সিং আর কেকেআরের ব্যাপারটাও একরকম হয়ে গিয়েছে। এই জায়গাটা আগে আন্দ্রে রাসেল দখল করেছিলেন।” এরপরই যোগ করেন, “কিন্তু বারবার এমনটা হয় না। ক্রিকেটের ইতিহাসে কখনও হয়নি। রিঙ্কু আর কোনওদিনই এভাবে জেতাতে পারবে না। হয়তো অন্য কেউ রিঙ্কুর রেকর্ড ভেঙে দেবে। কিন্তু রিঙ্কু নিজে আর কখনও ছয় ছক্কা হাঁকিয়ে নজির গড়তে পারবেন না।”

তবে একইসঙ্গে শেহওয়াগ মনে করেন, এমন ইনিংসের জন্য ভাগ্যেরও সঙ্গ চাই। আলজারি জোসেফের মুখোমুখি হলে রিঙ্কু হয়তো এই আত্মবিশ্বাস পেতেন না। তবে যশ দয়ালের বোলিংকে খুব ভাল চেনেন রিঙ্কু। তাই এমন অসাধ্যসাধন করা গিয়েছে।

[আরও পড়ুন: মুর্শিদাবাদ, বীরভূমের পর মেদিনীপুরে CBI, গোপাল দলপতির পৈতৃক বাড়িতে তল্লাশি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement