সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝড় তুললেন রিঙ্কু সিং (Rinku Singh)। সৈয়দ মুস্তাক আলি (Syed Mushtaq Ali ) ট্রফিতে রিঙ্কু খেললেন ৩৩ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস। তবুও কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবের কাছে হার মানতে হল উত্তর প্রদেশকে।
১৮ ওভারের শেষে ২১ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন রিঙ্কু। তার পরেই ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ধরা দেন কলকাতা নাইট রাইডার্সের তারকা। রিঙ্কুর স্ট্রাইক রেট ২৩৩.৩৩। ছটি ছক্কা এবং চারটি চার মারেন রিঙ্কু। তাঁর সতীর্থ সমীর রিজভিও ২৯ বলে ৪২ রানের অপরাজিত ছিলেন। এই দুজনের জন্য উত্তরপ্রদেশ ১৬৯ রান তোলে।
এর আগে ত্রিপুরার বিরুদ্ধে ২৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেছিলেন রিঙ্কু। নাগাল্যান্ডের বিরুদ্ধে ৩৪ বলে অপরাজিত ৫৮ রান করেন রিঙ্কু। উত্তর প্রদেশের রান তাড়া করতে নেমে আনমোলপ্রীত সিং (৪৩), নেহাল ওয়াধেরা (৫২) এবং সনবীর সিংয়ের (৩৫*) ব্যাটিং বিক্রমে পাঞ্জাব ম্যাচ জিতে নেয়। পাঞ্জাব পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেল উত্তর প্রদেশ।
RINKU SINGH – THE FINISHER…!!!!
He smashed 77*(33) in Quarterfinal in this Syed Mushtaq Ali Trophy – His consistency is Just remarkable, What a player! pic.twitter.com/JEYnGxuZz4
— CricketMAN2 (@ImTanujSingh) November 2, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.