সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট নিয়তি। ক্রিকেট নিয়তি বড় প্রবল ভাবে কাজ করে। না হলে এক মরশুম আগে যিনি খলনায়ক হয়ে মাঠ ছেড়েছিলেন। মানসিক যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনিই রাতারাতি মহানায়ক হয়ে যাবেন কী করে! যশ দয়াল। এক বছর আগে নিজের রাজ্যের এক সতীর্থের কাছে শেষ ওভারে পাঁচ ছক্কা খেয়ে যার কেরিয়ারটাই শেষ হতে বসেছিল, তিনিই শনিবার শেষ ওভারে ১৭ রান পুঁজি করে আটকে দিলেন অধুনা ক্রিকেটার সর্বশ্রেষ্ঠ ফিনিশার মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni), রবীন্দ্র জাদেজাকে।
প্লে অফ যেতে হলে ম্যাচ জেতার দরকার ছিল না সিএসকের (CSK)। আরসিবি প্রথমে ব্যাট করে তুলেছিল ২১৮-৫। তার চেয়ে সতেরো রান কম, অর্থাৎ ২০১ রান তুললেই চলত। সিএসকে-র মতো পরাক্রমী ব্যাটিং লাইন আপের কাছে যা তোলা খুব কঠিন কাজ নয়। কিন্তু না, তারা এ দিন পারল না। ২৭ রানে ম্যাচ হারল, সেটা বড় কথা নয়। আসল কথা হল, ১০ রানের জন্য প্লে অফ যেতে পারল না। তবে শেষ ওভারে আসল খেলাটা খেললেন জশ দয়াল। যাকে গতবছর শেষ ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন রিঙ্কু সিং।
যশ এ দিন শেষ ওভারের প্রথম বলেই অতিকায় ছক্কা হজম করলেন ধোনির কাছ থেকে! সিএসকে-র প্লে অফ সমীকরণ যার পর দাঁড়াল, চার বলে ১১ চাই। যশ (Yash Dayal) ভাবতে পেরেছিলেন, স্টেডিয়াম পার করা ছয় হাঁকানোর পরের বলেই ‘মিসটাইমড’ শটে আউট হবেন বিশ্বের সর্বকালের সেরা ফিনিশার? নিশ্চিত, পারেননি। কিন্তু তেমনটাই হয়েছে। ধোনি আউট হয়েছেন। যশ ১৭ রানের পুঁজি ভালোমতো বাঁচিয়ে নিয়েছেন।
যশের দুর্ধর্ষ শেষ ওভার শেষে (যে ওভারে ধোনির উইকেট সহ তিনি দিলেন মাত্র ৭ রান) কেকেআর সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছে উত্তরপ্রদেশ পেসারের। বাহবা দিয়েছে প্রত্যাবর্তনের জন্য। গত বছর রিঙ্কু সিংয়ের কাছে পরপর পাঁচ বলে পাঁচ ছক্কা খেয়ে কেরিয়ারটাই শেষ হয়ে যেতে বসেছিল দয়ালের। সেই রিঙ্কুও যেন ভালোবাসায় ভরিয়ে দিলেন নিজের অনুজ সতীর্থকে। ইনস্টাগ্রাম স্টোরিতে রিঙ্কু বলে দিলেন, এটাই ঈশ্বরের ইচ্ছা ছিল। আসলে বাস্তব জীবনে যশ এবং রিঙ্কু ভালো বন্ধু। তাঁর জন্য বন্ধুকে দুর্দিন দেখতে হয়েছে। রিঙ্কুও হয়তো অপেক্ষায় ছিলেন, কবে যশের জীবনে সুদিন ফিরবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.