Advertisement
Advertisement
Rinku Singh

‘দেশের জার্সি পরলে চোখে জল আসবে’, জাতীয় দলে সুযোগ পেয়ে আবেগঘন রিঙ্কু সিং

এশিয়ান গেমসের জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

Rinku Singh opens up On Maiden National Call-Up | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 16, 2023 8:03 pm
  • Updated:July 16, 2023 9:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেকেআরের জার্সি গায়ে গত আইপিএলে কামাল করেছেন রিঙ্কু সিং। যাবতীয় সমালোচনার যোগ্য জবাব দিয়েছিলেন ব্যাট হাতে। আর সেই সৌজন্যেই খুলে গিয়েছে জাতীয় দলের দরজা। এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক ঘটবে তাঁর। স্বাভাবিক ভাবেই জীবনের এমন সাফল্যে আপ্লুত ২৫ বছরের ব্যাটার।

শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এশিয়াডের জন্য ১৫ জনের ভারতীয় দল ঘোষিত হয়। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চিনে শুরু হতে চলা এশিয়ান গেমসে খেলবে ভারত। সেই দলেই রয়েছেন রিঙ্কু। জীবনের এমন স্মরণীয় মুহূর্তে নিজের আবেগকে আর ধরে রাখতে পারেননি। একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, “এমনিতে আমার মন বেশ শক্তপক্ত। তবে আবেগপ্রবণও বটে। আমি নিশ্চিত প্রথমবার যখন ভারতের জার্সি গায়ে চাপাব, তখন চোখে জল এসে যাবে। কারণ এই সফরটা দীর্ঘ আর খুবই কঠিন ছিল।”

Advertisement

[আরও পড়ুন: কনেযাত্রীতে ৫ জন বেশি কেন? ঝগড়া, মারধরে পণ্ড বউভাতের অনুষ্ঠান! আক্রান্ত কনেও]

এরপরই যোগ করেন, “দেশের জার্সি গায়ে খেলার স্বপ্ন প্রত্যেকেই দেখেন। ভবিষ্যৎ নিয়ে বিশেষ ভাবতে চাই না। কারণ যত ভাবব, তত নিজের উপর অতিরিক্ত ভাবনার বোঝা চাপবে। আমি একবারে একটা দিনের কথাই ভাবি। কারণ ভারতের জার্সি গায়ে চাপালে দায়িত্ব অনেকখানি বেড়ে যায়। তবে আমি জানি, আমার এই সাফল্যের জন্য আমার থেকেও আমার বাবা-মা, পরিবার বেশি খুশি হবে। তাঁরাও দীর্ঘদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষায় ছিলেন। আমার পরিশ্রম, প্রতিকূলতা তাঁরা কাছ থেকে দেখেছেন।”

গত আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে রাতারাতি নজর কেড়েছিলেন রিঙ্কু। এবার দেশের জার্সিতে তিনি কী করেন, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

[আরও পড়ুন: বারবার ভাঙড়ে প্রবেশে পুলিশি বাধা, এবার হাই কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নওশাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement