Advertisement
Advertisement
Rinku Singh

‘সিং ইজ কিং’, বিমানবন্দরে রিঙ্কুর কাছে সই আবদার ভক্তের, ফেরালেন না তারকা

রইল সেই ভিডিও।

Rinku Singh makes a fan's day, signs India jersey at airport । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 4, 2023 5:13 pm
  • Updated:December 4, 2023 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সিং ইজ কিং’। রিঙ্কু সিং (Rinku Singh) এখন ভক্তদের হৃদয়ের রাজা।
রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখার জন্য আন্দ্রে রাসেলের মতো ক্যারিবিয়ান তারকা টিভি খুলে বসেন। তিনি নিজেই জানিয়েছেন একথা। সেই রিঙ্কুর সই সংগ্রহের জন্য, তাঁর সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল ভক্তরা। 

[আরও পড়ুন: অন্যায্য ভাবে মেসির হাতে উঠেছিল ব্যালন ডি’অর, বিস্ফোরক প্রাক্তন মিলান তারকা]

কলকাতা নাইট রাইডার্সের (KKR) তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে বিমানবন্দরে জাতীয় দলের জার্সিতে সই দেওয়ার জন্য এক ভক্ত অনুরোধ করছেন রিঙ্কুকে। কেকেআর-তারকা অবশ্য হতাশ করেননি সেই ভক্তকে। বাঁ হাতি মারকুটে ব্যাটার হাসি মুখে ভক্তের সেই জার্সিতে সই করে দেন। সেই ভিডিওয় রিঙ্কুকে বলা হয়েছে, ইস্পাত কঠিন স্নায়ু এবং সোনার মনের অধিকারী। বাঁ হাতি তারকা আনন্দ ছড়িয়ে দেন ভক্তদের মনে। তাঁকে দেখলে সবার মুখে দেখা যায় হাসির ঝিলিক।
ব্যাট হাতে রিঙ্কু এখন ধরা দিচ্ছেন অন্য অবতারে। পঞ্চম টি-টেয়েন্টি ম্যাচে রিঙ্কু অবশ্য ব্যর্থ হন। তবে সেটা ব্যতিক্রমী একটা দিন। অজিদের বিরুদ্ধে পাঁচটি ম্যাচে ১০৫ রান করেন রিঙ্কু। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে রিঙ্কু মাত্র ২৯ বলে ৪৬ রান করেন। দেশ চাইচে, রিঙ্কুর ব্যাট এভাবেই চলতে থাকুক। 

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেটে ফের ডামাডোল, এবার কী ঘটল? ভিডিও দেখলে চমকে উঠবেন!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement