Advertisement
Advertisement
Rinku Singh

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নেই কোহলি, পরিবর্ত কি রিঙ্কু?

বড় পদক্ষেপ বোর্ডের।

Rinku Singh included into India A squad । Sangbad Pratidin

রিঙ্কু সিং। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 23, 2024 2:14 pm
  • Updated:January 23, 2024 2:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-ইংল্যান্ড (India vs England) টেস্ট ম্যাচ সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। বিরাট কোহলি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুটো টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু বিরাটের জুতোয় পা গলাবেন কে? বিরাটের পরিবর্ত কে?
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনও পর্যন্ত বিরাটের পরিবর্তের নাম ঘোষণা করেনি। তবে ভারতের প্রাক্তন ক্রিকেটাররা এক নিশ্বাসে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) নাম নিচ্ছেন। 

 

Advertisement

[আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ভারতের জয়জয়কার, অধিনায়ক কে?]

 

এর মধ্যেই খবর ভারতীয় এ দলে অন্তর্ভুক্ত করা হল বাঁ হাতি ক্রিকেটারকে। আহমেদাবাদে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের ম্যাচটি হবে। বুধবার থেকে শুরু হবে সেই ম্যাচ। মঙ্গলবার জানিয়ে দেওয়া হল রিঙ্কুকে নেওয়া হয়েছে ভারতীয় এ দলে। তার পর থেকেই জল্পনা চলছে রিঙ্কুকে নিয়ে। 
সবাই যখন বিরাট কোহলির পরিবর্ত হিসেবে খেলোয়াড়ের নাম খুঁজছেন, তখন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া কেকেআর তারকা রিঙ্কুর নাম বলছেন। সীমিত ওভারের ক্রিকেটে রিঙ্কু সিং গত কয়েকমাসে দপর্দান্ত পারফরম্যান্স করেছেন। ভারতীয় দলের হয়েও খেলা হয়ে গিয়েছে রিঙ্কুর।
অনেকে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কে রাহানের কথা বলছেন। আবার রজত পাতিদার ও সরফরাজ খানের হয়েও গলা ফাটিয়েছেন অনেকে।  বোর্ড এখনও অবশ্য বিরাটের পরিবর্তের নাম জানায়নি। তবে রিঙ্কুর নাম যদি ঘোষণা করা হয়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।  

[আরও পড়ুন: ‘কোর’ কমিটি ভেঙে দিল ফুটবল ফেডারেশন, বদল অন্য কমিটিতেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement