সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে পাঁচ-পাঁচটি ছয়-ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)।
পর পর ছক্কা হাঁকানোর রিঙ্কু-স্মৃতি আবারও ফিরে এল ইউপি টি-টোয়েন্টি লিগে। এবার পাঁচটি ছক্কা নয়, তিন ছক্কায় মীরাট মাভেরিককে জেতালেন রিঙ্কু। মীরাট মাভেরিকের প্রতিপক্ষ ছিল কাশী রুদ্রস। গুজরাটের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে রিঙ্কু হাতের বেরিয়ে চলে যাওয়া ম্যাচ ছক্কা হাঁকিয়ে জিতে নেন।
ইউপি টি-টোয়েন্টি লিগে অবশ্য দু’দলের খেলা গড়িয়েছিল সুপার ওভারে। জেতার জন্য সুপার ওভারে মীরাট মাভেরিকের দরকার ছিল ১৭ রান। রিঙ্কু এবং দিব্যাংশ যোশীকে পাঠানো হয়েছিল ব্যাট করতে। প্রথম বলে রান নিতে পারেননি রিঙ্কু। কিন্তু পরের তিনটি বলে নাইট তারকা নিজের দক্ষতার পরিচয় দেন। তিন-তিনটি ছক্কা মেরে ম্যাচ জেতান রিঙ্কু। প্রথমে ব্যাট করে ১৮১ রান করে মীরাট। মাধব কৌশিক ৮৭ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে কর্ণ শর্মা (৫৮) ও শিবম বনশলের (৫৭) ইনিংসের ফলে ম্যাচ টাই হয়। তার পরে ম্যাজিক দেখান রিঙ্কু সিং। সুপার ওভারে তিনটি ছক্কা মেরে ম্যাচ জেতান নাইট তারকা।
Palak na jhapke 😴 nahin toh miss hojayenge #RinkuSingh 🔥 ke zabardast 6⃣6⃣6⃣#AbMachegaBawaal #JioUPT20 #UPT20onJioCinema pic.twitter.com/vrZuMqPn9D
— JioCinema (@JioCinema) August 31, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.