Advertisement
Advertisement
Rinku Singh

১৩ কোটিতে রিটেন হয়েই নতুন বাংলো! পরিবারের সঙ্গে নয়া ইনিংস ‘কোটিপতি’ রিঙ্কুর

দিনকয়েক আগেই রিঙ্কুকে রিটেন করেছে কেকেআর।

Rinku Singh buys bungalow at Aligarh

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:November 6, 2024 11:24 pm
  • Updated:November 6, 2024 11:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে কেকেআরের রিটেনশন তালিকায় সকলের উপরে রয়েছে তাঁর নাম। সর্বোচ্চ ১৩ কোটি টাকায় তাঁকে রিটেন করেছে নাইটরা। কোটিপতি হওয়ার পরেই বিলাসবহুল বাংলো কিনে ফেললেন রিঙ্কু সিং। জানা গিয়েছে, আলিগড়ে নতুন বাংলো কিনেছেন পরপর পাঁচ বলে ছক্কা হাঁকানো তারকা।

টি-২০ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন রিঙ্কু। তার আগেই আলিগড়ে বিরাট বাংলো কিনে ফেলেছেন কেকেআর তারকা। বাড়ির চাবি হাতে সপরিবারে রিঙ্কুর ছবিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। জানা গিয়েছে, আলিগড়ের অভিজাত ওজোন সিটি এরিয়ায় রয়েছে রিঙ্কুর এই বিলাসবহুল বাংলো। সেখানকার গোল্ডেন এস্টেটের ৩৮ নম্বর বাংলোটি কিনে ফেলেছেন জাতীয় দলের তারকা ব্যাটার।

Advertisement

দীপাবলির শুভ দিনেই নতুন বাড়িতে পা রেখেছে রিঙ্কুর গোটা পরিবার। ফিতে কেটে ধুমধাম করে বাংলোয় প্রবেশ করেন সকলে। নতুন বাড়িতে প্রথামাফিক গৃহপ্রবেশের পুজোও সারেন। সূত্রের খবর, রিঙ্কুর বেডরুমে তাঁর একটি ছবি রয়েছে। কেকেআরের জার্সি পরা ছবিটিই নিজের শোওয়ার ঘরে বাঁধিয়ে রেখেছেন রিঙ্কু। নতুন বাংলোর দাম কত, সেই নিয়ে অবশ্য জল্পনা রয়েছে। কারোওর মতে সাড়ে তিন কোটি টাকায় এই বাংলো কিনেছেন রিঙ্কু। আবার কারোও মতে এই অঙ্কটা নাকি ৭ কোটিরও বেশি। তবে কেকেআরে ১৩ কোটিতে রিটেন হওয়ার পরেই রিঙ্কুর নতুন বাংলো কেনার খবরে খুশি তাঁর ভক্তরা।

উল্লেখ্য,গতবারের চ্যাম্পিয়ন দলের বড়ো অংশকেই ধরে রাখছে শাহরুখের দল। রিঙ্কুর পরেই সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকে দেওয়া হবে ১২ কোটি। রাসেলও ১২ কোটিই পাবেন। আনক্যাপড প্লেয়ার হিসেবে নাইটরা ধরে রাখছে দুজনকে। হর্ষিত রানা ও রমনদীপ সিং দুজনেই পাবেন ৪ কোটি টাকা করে। সব মিলিয়ে গতবারের নিউক্লিয়াসটাই ধরে রাখল নাইট রাইডার্স। তবে তাদের হাতে আরটিএম নেই। এখনও নাইটদের হাতে ৫১ কোটি টাকা রয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement