Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

ভাঙল বিরাটের দেওয়া ব্যাট! কিং কোহলির কাছে ফের আবদার করতে গিয়ে ‘ধমক’ খেলেন রিঙ্কু

দুটো ম্যাচে দুটো ব্যাট চাই? ধমক বিরাটের।

Rinku Singh and Virat Kohli had bat banter before match

ছবি: সোশাল মিডিয়া

Published by: Anwesha Adhikary
  • Posted:April 21, 2024 12:31 pm
  • Updated:April 21, 2024 12:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির (Virat Kohli) দেওয়া উপহার। কিন্তু সেই ব্যাটটাই ভেঙে ফেললেন রিঙ্কু সিং (Rinku Singh)। অগত্যা ‘বিরাট ভাইয়া’র কাছে গিয়ে আরও একটা ব্যাটের আবদার করলেন কেকেআর তারকা। ইডেনে দ্বৈরথের আগেই দুই ক্রিকেটারের মজার কথোপকথনের ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়।

আইপিএল (IPL 2024) শুরুর দিকে চিন্নাস্বামীতে আরসিবির (RCB) বিরুদ্ধে খেলতে নেমেছিল কেকেআর (KKR)। সেই ম্যাচের আগে রিঙ্কুকে নিজের একটি ব্যাট উপহার দিয়েছিলেন বিরাট। কিংবদন্তির থেকে উপহার পাওয়া সেই ব্যাট হাতেই খেলতে নেমে পড়েছিলেন রিঙ্কু। সেখানেই বিপত্তি। কোনও এক স্পিনারের বিরুদ্ধে খেলতে গিয়ে ব্যাটটি ভেঙে যায়। যদিও সেই ব্যাট সারাতে দিয়েছেন নাইট তারকা।

Advertisement

[আরও পড়ুন: ‘কখনও মাথা ঝুঁকিও না’, হতাশ ঋষভকে সান্ত্বনা গাভাসকরের

কিন্তু বিরাটের সঙ্গে দেখা হতেই ফের একটা ব্যাট চেয়ে বসেন রিঙ্কু। তবে সরাসরি কিছু বলেননি। বিরাটের একটা ব্যাট নিয়ে দেখতে দেখতে রিঙ্কু জানান, কিং কোহলির দেওয়া ব্যাটটা ভেঙে গিয়েছে। সেই কথা শুনে মজার ছলে কোহলির জবাব, “ব্যাট ভেঙে গেল তো আমি কী করব?” রিঙ্কুর বক্তব্য, তিনি শুধু বিরাটকে জানাতে চেয়েছিলেন যে ব্যাটটা ভেঙে গিয়েছে। তাতে অবশ্য বিরাটের মত, এমন তথ্য তাঁর মোটেই জানার ইচ্ছা নেই।

অবস্থা ‘সুবিধার’ নয় দেখে রিঙ্কু বলেই বসলেন, “তাহলে তুমি একটা ব্যাট পাঠাচ্ছ, তাই তো”? নাইট তারকার এই কথায় তো বিরাট অবাক। কাকে ব্যাট পাঠাতে হবে? প্রশ্ন ছুড়ে বসলেন তিনি। ধমকের সুরে রিঙ্কুকে বললেন, “আগেও তো আমার থেকে একটা ব্যাট চেয়েছিলি। দ্বিতীয় ম্যাচ খেলতে এসেই আবার একটা ব্যাট চাই? তোর জন্য তো আমাকে পরে ভুগতে হবে।” ধমক খেয়ে অবশ্য রিঙ্কুর প্রতিশ্রুতি, এবার থেকে ব্যাট ভাঙবেন না তিনি। তবে গোটা কথোপকথনই হল মজার ছলে। কেকেআরের সোশাল মিডিয়া থেকে ভাইরাল দুই তারকার খুনসুটি। তাহলে কি বিরাটের থেকে আবার উপহার পেতে চলেছেন রিঙ্কু? সম্ভাবনা রয়েছে বলেই মত ক্রিকেটপ্রেমীদের।

[আরও পড়ুন: আজ ইডেনে বিরাট-অবতরণ, ঘরের টিমকে ছাপিয়ে আবেগের নায়ক কোহলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement