দারুণ সাফল্য পেল রজার বিনি-জয় শাহের বিসিসিআই। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়ের নিরিখে বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ডের তকমা অনেক আগেই পেয়ে গিয়েছিল বিসিসিআই (BCCI)। আর এবার অর্থ রোজগারের নিরিখে অস্ট্রেলিয়া (Australia), ইংল্যান্ড (England), পাকিস্তানকে (Pakistan) টপকে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্তমানে বিসিসিআইয়ের মোট আয় মোট আয় ২.২৫ বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ১৮, ৭৬০ কোটি টাকা। ফলে আয়ের নিরিখে বাকিদের অনেক পিছনে ফেলে দিল রজার বিনি (Roger Binny)-জয় শাহদের (Jay Shah) ক্রিকেট বোর্ড। আইপিএল (IPL) ও বিশ্বকাপ (ICC World Cup 2023) আয়জনের জন্য যে বিসিসিআই টাকার পাহাড়ে বসেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
বিসিসিআইয়ের ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। প্যাট কামিন্সদের ক্রিকেট বোর্ডের আয় ৭৯ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৬০০ কোটি টাকা। বিশ্বকাপের ফাইনালে অজিদের কাছে ৬ উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। তবে আর্থিক রোজগারের দিক থেকে অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়ে দিল বিসিসিআই। অস্ট্রেলিয়ার থেকে ২৮ গুণ বেশি আয় করেছে ভারত।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পর আয়ের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (England and the Wales Cricket Board)। ইংল্যান্ডে মোট আয় ৪৯২ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। পিসিবি-র মোট আয় ৪৫৮ কোটি টাকা। মাঠে তেমন পারফরম্যান্স না হলেও, পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। আয় ৪২৫ কোটি টাকা।
ষষ্ঠস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের মোট আয় ৩১৭ কোটি টাকা। সাত নম্বরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। লঙ্কান বোর্ডের আয় ১৬৬ কোটি টাকা। এদিকে আয়ের নিরিখে সবচেয়ে পিছিয়ে নিউজিল্যান্ড। কিউয়ি বোর্ডের আয় মাত্র ৭৫ কোটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.