Advertisement
Advertisement
Richa Ghosh

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল খেলার পুরস্কার, মহিলাদের সেরা একাদশে ভারতের রিচা

আইসিসি-র ঘোষিত দলে ভারতের একমাত্র প্রতিনিধি শিলিগুড়ির রিচা।

Richa Ghosh was the only Indian player who made the cut in ICC's team of the tournament at Women's T20 World Cup 2023 । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 27, 2023 7:35 pm
  • Updated:February 27, 2023 7:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T-20 World Cup) ভারতের দৌড় থেমে গিয়েছে সেমিফাইনালে। অস্ট্রেলিয়ার কাছে থামতে হয়েছে হরমনপ্রীত কউরদের। ভারত হেরে গেলেও মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মোস্ট ভ্যালুয়েবল টিম অফ দ্য টুর্নামেন্টে জায়গা পেয়েছেন রিচা ঘোষ (Richa Ghosh)। ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে দলে রয়েছেন শিলিগুড়ির মেয়েটি।

১৯ বছর বয়সি ভারতীয় উইকেট কিপার গ্রুপ স্টেজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে রান পাননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চারের লড়াইয়েও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৩১, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৪৪ এবং ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪৭ রিচা ঘোষকে মোস্ট ভ্যালুয়েবল টিম অফ দ্য টুর্নামেন্টে জায়গা করে দিয়েছে। 

Advertisement

[আরও পড়ুন:‘ভারতে রান না পেলে সমালোচনা সহ্য করতেই হবে’, রাহুলকে পরামর্শ সৌরভের]

 

অস্ট্রেলিয়ার চার জন মহিলা ক্রিকেটার দলে জায়গা করে নিয়েছেন। এঁরা হলেন অ্যালিসা হিলি, অ্যাশলে ডার্গনার, ডার্সি ব্রাউন এবং মেগান শাট। টিম অফ দ্য টুর্নামেন্ট তৈরি করেছেন বিশেষজ্ঞদের একটি প্যানেল, ধারাভাষ্যকার, ইয়ান বিশপ ও অস্ট্রেলিয়ার প্রাক্তন মহিলা ক্রিকেটার মেলানি জোন্স-সহ আরও অনেকে।

ঘোষিত দল- তাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা, ১৮৬ রান), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া, ১৮৯ রান), লরা উলভার্ড (দক্ষিণ আফ্রিকা, ২৩০ রান), ন্যাট স্কিভার ব্রান্ট (ইংল্যান্ড, ২১৬ রান), অ্যাশলে গার্ডনার (অস্ট্রেলিয়া, ১১০ রান, ১০টি উইকেট), রিচা ঘোষ (ভারত, ১৩৬ রান), সোফি একলেস্টোন (ইংল্যান্ড, ১১ উইকেট),করিশ্মা রামহ্যারাক (ওয়েস্ট ইন্ডিজ, ৫ উইকেট), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা, ৮ উইকেট), ডারসি ব্রাউন (অস্ট্রেলিয়া, ৭ উইকেট), মেগান শাট (অস্ট্রেলিয়া, ১০ উইকেট), দ্বাদশ ব্যক্তি-ওর্লা প্রেনডারগাস্ট (আয়ারল্যান্ড, ১০৯ রান, ৩ উইকেট)।  

[আরও পড়ুন: ‘টেস্ট দলে জায়গা পাব না জানি, রনজি খেলে কী হবে?’, আক্ষেপ ধাওয়ানের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement