Advertisement
Advertisement
Richa Ghosh

জাতীয় দলে দাপট বাংলার রিচার, অস্ট্রেলিয়াকে সুপার ওভারে হারাল ওমেন ইন ব্লু

ভারতীয় দলের সাফল্যে উচ্ছ্বসিত মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা।

Richa Ghosh powers IND W to Super Over victory vs AUS W in Navi Mumbai | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 12, 2022 11:16 am
  • Updated:December 12, 2022 11:16 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় মহিলা দলে (Indian Women Team) ফের দাপট বাংলার রিচা ঘোষের। এবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেললেন তিনি। শেষদিকে রিচার ফিনিশিং দক্ষতায় ভর করেই দ্বিতীয় টি-২০তে অস্ট্রেলিয়াকে হারাল ভারতীয় মহিলা দল।

মরণ-বাঁচন ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়াকে (Australia) ব্যাট করতে পাঠান অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান করে অজিরা। বেথ মুনি ৮২ এবং তাহিলা ম্যাকগ্রাথ ৭০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে ভারতও। শেফালি বর্মা এবং স্মৃতি মন্ধানা প্রথম উইকেটের জুটিতে ৭৬ রান তুলে ফেলেন। কিন্তু এরপর অধিনায়ক হরমনপ্রীত (Harmanpreet kaur) এবং জেমাইমা রডরিগেজ রান রেট বাড়াতে না পারায় চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া (Team India)। এরপরই আসেন রিচা।

Advertisement

[আরও পড়ুন: ‘আমার কাছে তুমিই সর্বকালের সেরা’, রোনাল্ডোকে আবেগঘন বার্তা বিরাট কোহলির]

ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে তখন ৪৮ হাজার দর্শক। সবার প্রত্যাশার পাহাড় মাথায় নিয়ে মাঠে নামেন শিলিগুড়ির উনিশ বছর বয়সি যুবতী। ওভার প্রতি তখনও চায় ১০ রানের বেশি। স্কোরবোর্ড তাড়া করার বাড়তি চাপও রয়েছে। সেই চাপের মধ্যে কুঁচকে না গিয়ে প্রত্যাঘাত হানেন রিচা ঘোষ (Richa Ghosh)। ভারতীয় মহিলা ক্রিকেটের উদীয়মান তারা। মাত্র কয়েকটি বলের ব্যবধানে তিন-তিনটি গগনচুম্বি ছ’ক্কা হাঁকিয়ে দিলেন তিনি। মাত্র ১৩ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলে দিলেন শিলিগুড়ির মেয়ে।

[আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বাদ রোহিত, নাম ঘোষিত শামি-জাদেজার পরিবর্তেরও]

যাতে ভর করে অস্ট্রেলিয়ার করা ২০ ওভারে ১৮৭ রানের স্কোর ছুঁয়ে ফেলল ভারতীয় মহিলা দল। খেলা গড়াল সুপার ওভারে। শেষদিকে রিচার তিন ছ’ক্কা দেখে ফের তাঁকেই ব্যাট হাতে নামালেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। সুপার ওভারের প্রথম বলেই ফের ছক্কা রিচার। পরের বলে অবশ্য আউট হয়ে যান তিনি। তবে রিচা আউট হলেও স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কৌর সুপার ওভারে ২০ রান তোলেন। জবাবে অজিরা আটকে যায় ১৫ রানে। ভারত ৫ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে ফেলল। ভারতীয় দলের এই সাফল্যে উচ্ছ্বসিত মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের (Jhulan Goswami) মতো প্রাক্তনীরা। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement