Advertisement
Advertisement
India vs Australia Women Test Richa Ghosh

স্বপ্নপূরণ রিচার, তৃতীয় বাঙালি হিসাবে ভারতের হয়ে টেস্ট অভিষেক বঙ্গকন্যার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারত।

Richa Ghosh makes debut in India vs Australia women test | Sangbad Pratidin

ছবি: টুইটার

Published by: Anwesha Adhikary
  • Posted:December 21, 2023 11:42 am
  • Updated:December 21, 2023 12:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্নপূরণ রিচা ঘোষের (Richa Ghosh)। বৃহস্পতিবার ভারতীয় টেস্ট দলে অভিষেক হল শিলিগুড়ির মেয়ের। ইতিমধ্যেই টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করেছেন রিচা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও জিতেছেন। এবার সাদা জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করবেন বাংলার উইকেটকিপার-ব্যাটার। ৯৪তম মহিলা ক্রিকেটার হিসাবে ভারতের হয়ে টেস্ট খেলতে নামলেন রিচা। অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে একটিমাত্র টেস্ট খেলবে ভারত।

ঘরের মাঠে ৯ বছর পরে টেস্ট খেলতে নেমেছে ভারতের মহিলা দল। শেষ বার ভারতের মহিলা ক্রিকেট দল টেস্ট ম্যাচ খেলেছিল ২০২১ সালে। সেই বছর কেবল দুটি টেস্ট ম্যাচ খেলেছিল ভারতের মহিলা দল। একটি টেস্ট ম্যাচ হয়েছিল ব্রিস্টলে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ওই একই বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। দুটি টেস্ট ম্যাচই ড্র হয়। সেভাবে বললে, দুবছর পরে ফের টেস্টে ক্রিকেটে ফিরল ভারত।

Advertisement

[আরও পড়ুন: মোদির বিরুদ্ধে প্রার্থী নীতীশ কিংবা প্রিয়াঙ্কা? প্রস্তাব ইন্ডিয়া জোটের বৈঠকে]

দীর্ঘ প্রত্যাবর্তনের পর ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারত। মহিলাদের ক্রিকেটে রেকর্ড ব্যবধানে হারিয়েছেন হরমনপ্রীত কৌররা। ৩৪৭ রানে ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ভারতের মহিলা ব্রিগেড। তার পরেই বৃহস্পতিবার অজিদের বিরুদ্ধে খেলতে নেমেছেন স্মৃতি মান্ধানারা। সেই ম্যাচেই টেস্ট ক্যাপ পেলেন বাংলার রিচা। তাঁর হাতে ক্যাপ তুলে দেন দলের সহঅধিনায়ক স্মৃতি। মা-বাবার সামনেই টেস্ট ক্যাপ পেয়েছেন রিচা। 

ইংল্যান্ডে পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দাপট দেখাচ্ছে ভারত। টেস্টের প্রথম দিনের শুরুর সেশনেই দুরন্ত বোলিং করেছেন স্নেহ রানা, দীপ্তি শর্মারা। মাত্র ১০০ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ধুঁকছে অজিরা। টানা দুই টেস্ট জয়ের জন্য মরিয়া উইমেন ইন ব্লু।

[আরও পড়ুন: তৃণমূলের সঙ্গে সম্মানজনক জোট হলে আপত্তি নেই, হাইকমান্ডকে জানাল প্রদেশ কংগ্রেস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement