Advertisement
Advertisement
Jasprit Bumrah

RG Kar কাণ্ডে মুখ খুললেন জশপ্রীত বুমরাহ, সোশাল মিডিয়ায় কী বার্তা ভারতীয় বোলারের?

এর আগে আর জি কর হাসপাতালে যৌন হেনস্তা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

RG Kar Hospital: Jasprit Bumrah reacts on the incident of doctor's death in social media
Published by: Sucheta Sengupta
  • Posted:August 15, 2024 9:51 pm
  • Updated:August 15, 2024 9:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্তব্যরত অবস্থায় কলকাতায় তরুণী চিকিৎসকের যৌন হেনস্তা-হত্যাকাণ্ডের রেশ আছড়ে পড়েছে দেশের প্রতিটি কোণায়। ঘটনার প্রতিবাদে সোচ্চার সব মহল। এবার ভারতীয় ক্রিকেট দলেও তা নিয়ে চর্চা শুরু হল। প্রথম সক্রিয় ক্রিকেটার হিসেবে প্রতিক্রিয়া দিলেন জশপ্রীত বুমরাহ। সোশাল মিডিয়ায় (Social Media) অভিনেত্রী আলিয়া ভাটের পোস্ট শেয়ার করলেন তিনি। বার্তা দিলেন, নারীর পথ বদলে নয়, জোর দিতে হবে পরিবেশ বদলে। ইনস্টাগ্রামে বুমরাহর (Jasprit Bumrah) এই প্রতিক্রিয়া দেখে অনেকেই বলছেন, ঘটনার ভয়াবহতা এতটাই যে প্রত্যেকের মনেই বড়সড় আলোড়ন ফেলেছে।

বুমরাহর ইনস্টাগ্রাম পোস্ট।

স্বাধীনতা দিবসের (Independence Day) সকালেই আর জি কর কাণ্ড নিয়ে সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhat)। ঘটনার সঙ্গে দিল্লির নির্ভয়াকাণ্ডের তুলনা করে তীব্র নিন্দায় মুখর হন তিনি। নিজের পোস্টে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) ২০২২ সালের রিপোর্ট দিয়ে অভিনেত্রী লেখেন, “আমাদের, নারীদের কেমন মনে হওয়া উচিত? এটাই যদি আমাদের মনের ভিতরে চলতে থাকে তাহলে রোজ কাজে যাব কেমন করে? ভয়ংকর এই ঘটনা আবারও আমাদের মনে করিয়ে দিয়েছে যে নারীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এক ভার বহন করে।” সব শেষে অভিনেত্রী লেখেন, “নারীকে পথ পরিবর্তন করতে বোলো না, ভূমিকে বাসযোগ্য করে তোলো। প্রত্যেক নারীর ভালো থাকার অধিকার আছে।”

Advertisement

[আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে আর জি করে অচলাবস্থা! জেলার রোগীদের স্থানান্তরে ‘না’ মুখ্যমন্ত্রীর]

আলিয়ার পোস্টের শেষাংশটিই বুমরাহ তুলে দিয়েছেন ইনস্টাগ্রাম (Instagram)স্টোরিতে। তাঁরও বার্তা, নারীকে রাস্তা বদল করতে বলা নয়, বরং তার আশপাশের পরিবেশ বদলেই জোর দিতে হবে। মনে রাখতে হবে, প্রত্যেক নারীর আরও ভালোভাবে বাঁচার অধিকার আছে। এর আগে আর জি কর হাসপাতালে যৌন হেনস্তা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ঘটনার নৃশংসতার কথা উল্লেখ করে কড়া শাস্তির দাবি তুলেছিলেন তিনি। এবার প্রতিবাদে সুর চড়ালেন জশপ্রীত বুমরাহ।

[আরও পড়ুন: অলিম্পিকে পদকজয়ের পুরস্কার, চাকরিতে পদোন্নতি কুস্তিগির আমনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement