Advertisement
Advertisement

Breaking News

RG Kar Hospital Case

‘এবারও কি মেয়েটারই দোষ?’ RG Kar কাণ্ডের প্রতিবাদে সোশাল মিডিয়ায় সরব মহম্মদ সিরাজ

ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জশপ্রীত বুমরাহ।

RG Kar Hospital Case: Mohammed Siraj reacts on the incident of doctors death in social media
Published by: Arpan Das
  • Posted:August 16, 2024 6:08 pm
  • Updated:August 16, 2024 7:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্তব্যরত অবস্থায় কলকাতায় তরুণী চিকিৎসকের যৌন হেনস্তা-হত্যাকাণ্ডের রেশ আছড়ে পড়েছে দেশের প্রতিটি কোণায়। ঘটনার প্রতিবাদে সোচ্চার সব মহল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ইতিমধ্যেই সেই বিষয়ে সরব হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জশপ্রীত বুমরাহ। এবার মুখ খুললেন জাতীয় দলের আরেক বোলার মহম্মদ সিরাজ।

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে স্টোরি শেয়ার করে আর জি করে ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন সিরাজ (Mohammed Siraj )। শুধু এই ঘটনা নয়, দেশজুড়ে একাধিক যৌন হেনস্তার প্রসঙ্গ তুলে এনেছেন তিনি। সেরকম বেশ কয়েকটি খবরের কোলাজের পাশে রয়েছে ন্যক্বারজনক মন্তব্য। যেখানে প্রতিটি ক্ষেত্রেই হেনস্তার জন্য দায়ী করা হয়েছে সংশ্লিষ্ট মহিলার আচরণ বা পোশাককে। সেটাকেই কটাক্ষ করে তোপ সিরাজের। আর জি করের ঘটনার প্রসঙ্গে এনে তিনি লিখেছেন, “এবার কী অজুহাত দেবে? এখনও সেই মেয়েটিরই দোষ? কারণ পুরুষ তো পুরুষই থাকবে, তাই না?” নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে একই বক্তব্য রেখেছেন অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। 

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে অনিশ্চিত শামি! বাংলার হয়ে খেলতে পারেন রনজি ট্রফিতে]

এর আগে প্রতিবাদে সরব হয়েছিলেন বুমরাহ। বৃহস্পতিবার তিনি ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেত্রী আলিয়া ভাটের পোস্ট শেয়ার করেন। ভারতীয় দলের বোলারের বক্তব্য ছিল, নারীর পথ বদলে নয়, জোর দিতে হবে পরিবেশ বদলে। সোশাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এই ঘটনার সঙ্গে দিল্লির নির্ভয়াকাণ্ডের তুলনা করে তীব্র নিন্দায় মুখর হয়েছিলেন। নিজের পোস্টে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ২০২২ সালের রিপোর্ট দিয়েছিলেন অভিনেত্রী। তাঁর বক্তব্যের শেষাংশটিই বুমরাহ তুলে দিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। তাঁরও বার্তা, নারীকে রাস্তা বদল করতে বলা নয়, বরং তার আশপাশের পরিবেশ বদলেই জোর দিতে হবে। মনে রাখতে হবে, প্রত্যেক নারীর আরও ভালোভাবে বাঁচার অধিকার আছে।RG Kar Hospital: Indian Cricket player Mohammed Siraj reacts on the incident of doctors death in social media

এর আগে আর জি কর হাসপাতালে যৌন হেনস্তা ও হত্যাকাণ্ডের ঘটনায় (RG Kar Hospital Case) প্রতিক্রিয়া দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘটনার নৃশংসতার কথা উল্লেখ করে কড়া শাস্তির দাবি তুলেছিলেন তিনি। জশপ্রীত বুমরাহর পর এবার প্রতিবাদে সুর চড়ালেন মহম্মদ সিরাজও। ইনস্টাগ্রামে তাঁদের প্রতিক্রিয়া দেখে অনেকেই বলছেন, ঘটনার ভয়াবহতা এতটাই যে প্রত্যেকের মনেই বড়সড় আলোড়ন ফেলেছে।

[আরও পড়ুন: ‘ফোন কেড়ে নিয়েছিলেন প্রকাশ স্যর…’ প্রধানমন্ত্রীর কাছে স্বীকারোক্তি লক্ষ্য সেনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement