শ্রেয়স আইয়ার। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুঃসময় পিছু ছাড়ছে না শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। মাস কয়েক আগে কেকেআরের হয়ে আইপিএল জিতেছিলেন। তার পর ক্রমাগত পারফরম্যান্সের গ্রাফ পড়েছে ভারতের তারকা ক্রিকেটারের। বিসিসিআইয়ের নিয়ম অমান্য করে সমস্যাতেও পড়েছিলেন। এবার কি তাঁর টেস্ট কেরিয়ার বিপদের মুখে?
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাননি। দলীপ ট্রফিতে সুযোগ ছিল ফর্মে ফেরার। সেই সঙ্গে টেস্ট দলের দরজায় কড়া নাড়তে পারতেন তিনি। কিন্তু সেই সুযোগ একপ্রকার হেলায় হারিয়েছেন। ইন্ডিয়া ডি দলের হয়ে ৪ ইনিংসে করেছেন মাত্র ১০৪ রান। হাফসেঞ্চুরি আছে মাত্র একটি। তার মধ্যে সানগ্লাস পরে ব্যাট করতে নেমে একটি ইনিংসে শূন্য রানে আউটও হয়েছেন। প্রবল সমালোচনা হয়েছে তাঁর শট সিলেকশন নিয়ে। সব মিলিয়ে বিপাকে শ্রেয়স।
বছর শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ। সেই দলে যে শ্রেয়সের স্থান হবে না, তা একপ্রকার নিশ্চিত করে দিচ্ছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। তিনি বলছেন, “এই মুহূর্তে টেস্ট দলে শ্রেয়সের কোনও জায়গা নেই। কার জায়গায় খেলবে ও? তাছাড়া দলীপে ও যে ধরনের শট খেলেছে, সেটা উদ্বেগজনক। ক্রিজে ও সেট হয়ে গিয়েছিল, তার পরই অদ্ভুত শট খেলল। যখন পাটা পিচে তুমি সেট হয়ে যাবে, তখন সুযোগের সদ্ব্যবহার করা উচিত।”
তাহলে কি লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে শ্রেয়সের রাস্তা চিরকালের মতো বন্ধ হয়ে গেল? সেটা অবশ্য মনে করছেন না ওই কর্মকর্তা। তিনি জানাচ্ছেন, “শ্রেয়স মুম্বইয়ের হয়ে ইরানি ট্রফি খেলতে পারে। যদি সেখানেও ভালো না খেলতে পারে, তাহলে সামনে রনজি ট্রফি আছে। সেখানে রান করার সুযোগ পাবে। তাছাড়া গত ওয়ানডে বিশ্বকাপেও শ্রেয়স ভালো খেলেছে। মাঝে চোট পেয়েছে। সেটাও মাথায় রাখতে হবে। তবে দলীপ ট্রফির এখনও একটা ম্যাচ বাকি। কে বলতে পারে, সেখানে ও সেঞ্চুরি করবে না? তবে ওর শর্ট বলে যেরকম সমস্যা, তাতে অস্ট্রেলিয়া সফরে শ্রেয়স যাবে না বলাই যায়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.