Advertisement
Advertisement

Breaking News

Gautam Gambhir

শ্রেয়স না পন্থ? চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনে তুমুল বাকবিতণ্ডা গম্ভীর-আগরকরের!

ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি পন্থ।

Report says that there had been heated debate on Shreyas Iyer and Rishabh Pant selection between Gautam Gambhir and Agarkar
Published by: Arpan Das
  • Posted:February 16, 2025 3:37 pm
  • Updated:February 16, 2025 3:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফর্মে ফিরেছেন রোহিত শর্মা। হাফসেঞ্চুরিতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলিও। ভরসা দিচ্ছে শ্রেয়স, অক্ষরদের মিডল অর্ডার। কিন্তু কিছুটা চিন্তা রাহুলের ফর্ম নিয়ে। সুযোগ পাচ্ছেন না ‘দ্বিতীয় উইকেটকিপার’ ঋষভ পন্থ। আর তাই নিয়েই যত মতবিরোধ। শ্রেয়স আইয়ার নাকি পন্থ, মিডল অর্ডারে কে খেলবেন? সেই নিয়ে নাকি কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকরের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় ধরা হয়েছিল, ঋষভ পন্থই উইকেটকিপার হিসেবে খেলবেন। আগরকরও সেরকম ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচের ছবিটা অন্যরকম ছিল। সেখানে শ্রেয়স আইয়ার সুযোগ পেয়েই একের পর এক দুরন্ত ইনিংস খেলেছেন। অন্যদিকে পন্থই একমাত্র ক্রিকেটার, যিনি গোটা সিরিজে সুযোগই পাননি। দস্তানা হাতে দায়িত্ব সামলেছেন কেএল রাহুল।

Advertisement

সেই নিয়ে সমস্যার কথাই শোনা যাচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নির্বাচনী বৈঠকে শ্রেয়স আইয়ারকে প্রথম দলে রাখা ও উইকেটকিপার কে হবেন, তাই নিয়ে বাকবিতণ্ডা হয়। সেক্ষেত্রে আগরকরের ভোট ছিল পন্থের দিকেই। অর্থাৎ, রাহুল ও পন্থ দুজনেই খেলবেন। বাদ পড়বেন শ্রেয়স। পন্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে ছিলেন। অস্ট্রেলিয়াতেও ভালো খেলেছিলেন। অন্যদিকে শ্রেয়স অস্ট্রেলিয়ায় যাননি, রাহুল সেভাবে ফর্মে ছিলেন না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায়, পন্থই মাঠের বাইরে।

রাহুল অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধেও সেভাবে ফর্মে নেই। তাছাড়া অক্ষর প্যাটেলের পরে তাঁকে নামানো হয়েছিল। গম্ভীরের এই পরীক্ষানিরীক্ষায় অনেক প্রাক্তন ক্রিকেটারই অসন্তুষ্ট। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কোনও অদল-বদল আসে কিনা, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub