সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি প্রয়াত হয়েছেন তিন বছর আগে। এবার শেন ওয়ার্নের মৃত্যুরহস্যে নয়া মোড়। সম্প্রতি জানা যাচ্ছে, থাইল্যান্ডে তাঁর ঘরে একটি বোতল ছিল। যেটা সরিয়ে নেওয়া হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ অফিসারকে সেই বোতলটি সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল বলে খবর।
কিন্তু কী ছিল সেই বোতলে? জানা যাচ্ছে, ওই বোতলে ‘কামাগ্রা’ নামের একটি যৌন শক্তিবর্ধক ওষুধ ছিল। এক পুলিশ অফিসার ‘ডেইলি মেল’কে জানিয়েছেন, উপর মহল থেকে ওষুধটি সরিয়ে দেওয়ার আদেশ এসেছিল। ২০২২-র ৩ মার্চ থাইল্যান্ডে প্রয়াত হন ওয়ার্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে তাঁর। এবার ওয়ার্নের প্রয়াণে ওই যৌন শক্তিবর্ধক ওষুধের কোনও ভূমিকা ছিল কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠছে।
ওই পুলিশ অফিসারের বক্তব্য, “আমাদের আদেশ দেওয়া হয়েছিল ওই বোতলটা সরিয়ে দেওয়ার। উপর মহল থেকে আদেশটা এসেছিল। আমার মনে হয় অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ চায়নি, তাদের কিংবদন্তির শেষ জীবনে কোনও রকম কলঙ্কের দাগ লাগুক। তাই শেষ পর্যন্ত রিপোর্ট আসে যে, ওয়ার্ন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। এর বাইরে আর কোনও কারণ দেখানো হয়নি। ‘কামাগ্রা’র প্রসঙ্গে কোথাও ছিল না। এর পিছনে শক্তিশালী লোকেদের হাত রয়েছে।”
তাঁর আরও বক্তব্য, “আমরা জানি না, ওয়ার্ন ওই ওষুধ কতটা খেয়েছিলেন। তবে ঘটনাস্থলে বমি ও রক্ত ছিল।” সব মিলিয়ে তিন বছর পর ওয়ার্নের মৃত্যু রহস্য নিয়ে নয়া মোড়। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি টেস্ট ৭০৮টি উইকেট রয়েছে ওয়ার্নের। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্পিনার হিসেবে ধরা হয় তাঁকে। সেই সঙ্গে তাঁর উদ্যাম জীবনযাত্রা নিয়েও এক সময় চর্চা ছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.