Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

কবে অবসর? চ্যাম্পিয়ন্স ট্রফির পরই রোহিতের সঙ্গে জরুরি বৈঠকে নির্বাচক প্রধান!

রোহিতের অবসর নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছেন শুভমান গিলও।

Report says Rohit Sharma to have retirement talk with Ajit Agarkar after Champions Trophy final

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:March 9, 2025 3:50 pm
  • Updated:March 9, 2025 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কি ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন রোহিত শর্মা? জল্পনা প্রবল। বিশেষ করে ম্যাচের আগের দিন কোচ বা অধিনায়ক সাংবাদিক সম্মেলনে না আসায় জল্পনা আরও বেড়েছে। কবের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে, তা নিয়ে একাধিক খবর ভাসছে।

বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত-বিরাট দুজনেই। তবে অস্ট্রেলিয়া সফরটা একেবারেই ভালো যায়নি। তখনই শোনা গিয়েছিল, টেস্ট থেকে অবসর নিতে পারেন হিটম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সেই জল্পনা আরও বেড়েছে। প্রথমে শোনা যাচ্ছিল, নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন রোহিত। পরে জানা যায়, ওয়ানডে থেকেই অবসর নিতে পারেন তিনি।

Advertisement

কিন্তু সেটা কি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষেই? সূত্রের খবর, সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। ভারত হারলে অবশ্যই চাপ বাড়বে। তবে জানা যাচ্ছে, টুর্নামেন্টের পর নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে আলোচনায় বসতে পারেন রোহিত। সেই মিটিং থেকেই অবসর বিষয়ে চূড়ান্ত ফলাফল জানা যেতে পারে। আসলে ভারতীয় ক্রিকেটে বেশির ভাগ সময়ই নির্বাচকদের হাতে সব কিছু থাকে না। বিশেষ করে রোহিতের মতো বড় মাপের ক্রিকেটারের সরে দাঁড়ানো নিয়ে সাবধানী পদক্ষেপ ফেলতে পারে বোর্ড।

কিন্তু জল্পনা থামছে না। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে আসেননি কোচ বা অধিনায়ক। সেটা কি রোহিত সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য? অবশ্য সাংবাদিক সম্মেলনে এসে রোহিতের অবসর প্রশ্নের হাত থেকে রেহাই পাননি গিল। সেখানে বরং সহ-অধিনায়কের মন্তব্যে জল্পনা আরও বেড়েছে। তিনি বলেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর সিদ্ধান্ত নেবেন রোহিত। তবে আপাতত জানা যাচ্ছে, সেটার জন্য অপেক্ষা করতে হতে পারে আগরকরের সঙ্গে আলোচনা পর্যন্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement