Advertisement
Advertisement

Breaking News

Gaddafi Stadium

স্টেডিয়ামের নাম বেচে কোটি-কোটি টাকা আয় PCB-র! নতুন কী পরিচয় পাকিস্তানের বিখ্যাত মাঠের?

২০২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে তিনটি প্রধান স্টেডিয়াম বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হল লাহোরের এই স্টেডিয়াম।

Report says Pakistan Cricket Board completes deal to rename Gaddafi Stadium of Lahore
Published by: Arpan Das
  • Posted:August 31, 2024 12:17 am
  • Updated:August 31, 2024 12:17 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ পর্যন্ত পাকিস্তানে হবে কিনা, সেই জট এখনও কাটেনি। ভারত যে বর্ডারের ওপারে খেলতে যাবে না, সেরকমই জানা যাচ্ছে। সেক্ষেত্রে বদলে যাওয়ার সম্ভাবনা থাকছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যুর। যদিও পাকিস্তানে এই টুর্নামেন্ট নিয়ে জোরকদমে প্রস্তুতি চলছে। এরই মধ্যে নাম বদলাতে চলেছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের।

জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই স্টেডিয়ামের নামের স্বত্ত্ব বিক্রি করেছে একটি বেসরকারি ব্যাঙ্ককে। যদিও সেই বিষয়ে তারা প্রকাশ্যে কিছু জানায়নি। তবে সূত্রের খবর, প্রায় ৪৫০ মিলিয়ন ডলার মূল্যে নাম ‘বিক্রি’ হচ্ছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩৭ কোটি টাকা। আগামী পাঁচ বছরের জন্য একটি বেসরকারি ব্যাঙ্ক কিনে নিচ্ছে গদ্দাফি স্টেডিয়ামের নামের স্বত্ত্ব। সেই জায়গায় ওই ব্যাঙ্কের নাম ব্যবহার করা হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘টাকাটাই সব নয়’, রোহিত খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সেই, ভবিষ্যদ্বাণী অশ্বিনের]

তবে এই প্রথম নয়। এর আগেও একই পথে হেঁটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রামিজ রাজা পিসিবি চেয়ারম্যান থাকাকালীন একইভাবে করাচি স্টেডিয়ামের নামও একটি বেসরকারি ব্যাঙ্কের নামে রাখা হয়। সেই পদ্ধতিই অনুসরণ করলেন বর্তমান পাক বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নকভি। সূত্র থেকে জানা যাচ্ছে, এই বিরাট অর্থ পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের উন্নতির জন্যও খরচ করা হবে। উল্লেখ্য, ১৯৭৪ সালে লিবিয়ার রাজনৈতিক নেতা মুহম্মদ গদ্দাফির নামে এই স্টেডিয়ামের নাম রাখা হয়েছিল।

[আরও পড়ুন: বুচিবাবু টুর্নামেন্টে আচমকা চোট সূর্যর, দলীপ ট্রফিতে খেলতে পারবেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক?]

২০২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে তিনটি প্রধান স্টেডিয়াম বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হল লাহোরের এই স্টেডিয়াম। ভারতের ম্যাচগুলো এই স্টেডিয়ামে করাবে বলেই ভেবে রেখেছে পাক বোর্ড। ওয়াঘা সীমান্ত থেকে গদ্দাফি স্টেডিয়াম মাত্র ২৯ কিমি। ফলে ভারতীয় দর্শকদেরও বিশেষ সমস্যা হবে না। এটাই ছিল তাদের যুক্তি। আপাতত সেই স্টেডিয়ামের নাম বদলাচ্ছে। কিন্তু ভারতের অবস্থান বদলাবে কিনা, সেটা অজানা পিসিবির কাছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement