ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবে অস্ট্রেলিয়া যাবেন মহম্মদ শামি? বর্ডার গাভাসকর ট্রফির দুটো টেস্ট খেলা হয়ে গিয়েছে। গাব্বায় তৃতীয় টেস্ট শুরু হবে ১৪ তারিখ থেকে। কিন্তু এখনও স্পষ্ট উত্তর মেলেনি কবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন ভারতীয় পেসার।
অথচ চোট কাটিয়ে ফিরে এসে রনজিতে বল করেছেন। তার পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ধারাবাহিকভাবে উইকেট তুলছেন তিনি। এমনকী বাংলার হয়ে ব্যাট হাতেও ঝড় তুলেছেন। তবু অস্ট্রেলিয়ায় এখনই পাড়ি দেওয়া হচ্ছে না শামির। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি টেস্টের দীর্ঘ স্পেলের ধকল সামলাতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্নের সদুত্তর মেলেনি। ফলে ব্রিসবেনে তাঁকে দেখার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
নিজে সবুজ সংকেত দিলেই বর্ডার গাভাসকর ট্রফিতে দলে যোগ দিতে পারবেন মহম্মদ শামি। সূত্রের খবর ছিল এমনটাই। সেই সঙ্গে উঠে আসছে আরেকটি প্রসঙ্গও। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এবং অস্ট্রেলিয়ায় শামির খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রোহিত। তাঁর এই মন্তব্যে বেশ বিরক্তই হয়েছিলেন শামি। এমনকী অ্যাডিলেডে হারের পর রোহিত শামির জন্য দরজা খোলা রেখেও ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।
তবে ভারতীয় দলে শামিকে যে প্রয়োজন, তা স্বীকার করে নিচ্ছে ক্রিকেটমহল। অ্যাডিলেডেই চোখে পড়েছিল বুমরাহ ছাড়া বাকি ভারতীয় বোলারদের ভেদশক্তির অভাব। সেখানে গাব্বা তো বটেই, পরবর্তী টেস্টগুলোতেও শামিকে দরকার পড়বে বলেই ধারণা। বাংলার হয়েও দারুণ ছন্দে রয়েছেন তিনি। তবু খবর অনুযায়ী, অজিভূমে এখনই যাওয়া হচ্ছে না তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.