সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দুমাস পরই নতুন দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। আইপিএলে নিজের পুরনো দল রাজস্থান রয়্যালসের কোচের পদে ফিরেছেন তিনি। কিন্তু শুধু রাজস্থান নয়, অন্য ফ্রাঞ্চাইজিও তাঁকে নিয়ে আগ্রহী ছিল। শোনা যাচ্ছে, দ্রাবিড়ের জন্য ব্ল্যাঙ্ক চেক নিয়ে তৈরি ছিল একটি দল।
তার পরও তিনি রাজস্থানেই ফিরেছেন। এমনকী দলে যোগ দিয়েই কাজ শুরু করে দিয়েছেন তিনি। আইপিএলের প্রথম মরশুমের পর আর ট্রফি জেতেনি রাজস্থান। দ্রাবিড়ের হাত ধরে কি সেই ট্রফি ঢুকবে সঞ্জু স্যামসনদের ঘরে? আশায় বুক বাঁধছেন ভক্তরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর কোচিংয়েই সাফল্য এনে দিয়েছেন রোহিতরা। এবার আইপিএলেও সাফল্য পাওয়ার লড়াইয়ে নামবেন ‘দ্য ওয়াল’।
কিন্তু রাজস্থান ছাড়া অন্য দলও তাঁকে পাওয়ার চেষ্টা করেছিল। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবর অনুযায়ী, দ্রাবিড়ের জন্য ব্ল্যাঙ্ক চেক নিয়ে উপস্থিত ছিল। সেই দল যথেষ্ট শক্তিশালী বলেই খবর। তবে, সেটা কোন ফ্র্যাঞ্চাইজি, তা স্পষ্ট করে জানানো হয়নি। কিন্তু শেষ পর্যন্ত রাজস্থানেই ফিরেছেন তিনি। ২০১৪ সালে সেই দলের মেন্টর হিসেবে ছিলেন দ্রাবিড়। এর আগে এই দলের কোচ ছিলেন কুমার সাঙ্গাকারা। এখন তিনি ক্রিকেটের ডিরেক্টর পদে আছেন।
তবে বিশ্বকাপ জেতার পর একাধিক দলে দ্রাবিড়ের যুক্ত হওয়া নিয়ে জল্পনা ছিল। গৌতম গম্ভীর কেকেআর ছেড়ে যাওয়ার পর সেই পদে বিশ্বকাপ জয়ী কোচ ফিরতে পারেন বলেও শোনা যাচ্ছিল। জাতীয় দলে যেমন তাঁর জায়গায় গম্ভীর এসেছেন, কেকেআরে সেরকম উলটপুরাণ হয় কিনা, সেটা দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকরা। কিন্তু সেই জল্পনা আগেই বাতিল হয়ে যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.