সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাহাল-ধনশ্রী ডিভোর্সের চর্চা যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। কখনও চাহালের ‘সুগার ড্যাডি’ টি-শার্ট, আবার ডিভোর্সের পরই ধনশ্রীর গান। ফলে তাঁদের ডিভোর্স নিয়ে নেটদুনিয়ায় গুঞ্জন লেগেই রয়েছে। কিন্তু কেন বিবাহবিচ্ছেদ হল তাঁদের? সেটারও কারণ নিয়ে জোর চর্চা। জানা যাচ্ছে শ্বশুরবাড়ি হরিয়ানায় থাকতে আপত্তি ছিল ধনশ্রীর।
২০ মার্চ উভয়পক্ষের সম্মতিতে ডিভোর্স হয় চাহাল ও ধনশ্রীর। যদিও জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই আলাদা থাকতেন তাঁরা। কিন্তু কেন? বিনোদন জগতের এক সাংবাদিকের মতে, সমস্যার সূত্রপাত বিয়ের পর থেকেই। সেই সূত্র অনুযায়ী, হরিয়ানা না মুম্বই, কোথায় তাঁরা থাকবেন, এই নিয়ে সমস্যার সূত্রপাত। আসলে চাহালের বাড়ি হরিয়ানায়। বিয়ের পর তিনি ও ধনশ্রী সেখানেই থাকতে শুরু করেন। প্রয়োজন পড়লে তবেই মুম্বইয়ে আসতেন।
সূত্রের খবর, এই বন্দোবস্তে একেবারেই রাজি ছিলেন না ধনশ্রী। চাহালের সঙ্গে তিনি পাকাপাকিভাবে মুম্বইয়ে থাকতে চেয়েছিলেন। আবার ভারতীয় স্পিনার সেটা চাননি। চাহালের সাফ বক্তব্য ছিল, পরিবার ছেড়ে তিনি মুম্বই থাকতে চান না। আর সেটাই নাকি তাঁদের ডিভোর্সের আসল কারণ। তবে এই বিষয়ে চাহাল বা ধনশ্রী কেউই মুখ খোলেননি।
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় দম্পতির। কিন্তু বনিবনা না হওয়ায় বিয়ের ১৮ মাস পর থেকেই আলাদা থাকা শুরু করেন তাঁরা। গত প্রায় আড়াই বছর আলাদাই থাকেন তাঁরা। শেষমেশ গত ৫ ফেব্রুয়ারি একসঙ্গে বান্দ্রার এক পরিবার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন চাহাল এবং ধনশ্রী। কিন্তু দুজনেই কুলিং অফ পিরিয়ড কাটাতে রাজি হননি। খোরপোশ বাবদ ৪ কোটি ৭৫ লক্ষ টাকা চেয়েছেন ধনশ্রী। সেই টাকা দিতে চাহাল রাজি হয়েছেন বলেই খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.