Advertisement
Advertisement
Kuldeep Yadav

ব্যাটসম্যানরা সাবধান! নতুন রহস্য বোলিংয়ের বার্তা দিলেন কেকেআর স্পিনার কুলদীপ

এদিকে, সিএসকের আকাশে এখনও চিন্তার মেঘ।

Ready to unleash special deliveries in IPL 2020, says KKR star Kuldeep Yadav | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 15, 2020 10:08 pm
  • Updated:September 15, 2020 10:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি আইপিএল মহাকাশের অন্যতম উজ্জ্বল তারা। বছরের পর বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত সমস্ত উপহার দিয়েছেন তিনি। এ বছরের আইপিএলের আগেও আত্মবিশ্বাসী মেজাজে রয়েছেন তিনি। যিনি আবার ব্যাটসম্যানদের আগাম সতর্কবার্তা পাঠিয়ে দিলেন। জানিয়ে দিলেন এবারের আইপিএলে নতুন রহস্য ডেলিভারি নিয়ে নামছেন তিনি। তিনি কুলদীপ যাদব (Kuldeep Yadav)। যিনি বললেন, “এবারের আইপিএলে বিশেষ কয়েকটা ডেলিভারি করব। টুর্নামেন্ট শুরু হলে সবাই দেখতে পাবে সেই ডেলিভারিগুলো।”

গত বছরের আইপিএলে (IPL) কুলদীপ ছিলেন নিষ্প্রভ। ভারতীয় ক্রিকেটের চায়নাম্যানের ফর্ম নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু সেই কঠিন অধ্যায় তাঁকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে তুলেছে, মানছেন কুলদীপ। বললেন, “প্রতিটা ক্রিকেটারই কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়। ক্রিকেট মানেই এমন একটা খেলা যেখানে সবসময় নিজের সেরাটা দেওয়া যায় না। তাই ব্যর্থতার স্বাদ পেতেই হবে। কিন্তু একটা নির্দিষ্ট প্ল্যান রাখতে হয়। আর তাড়াহুড়ো করলে হয় না।”

Advertisement

[আরও পড়ুন: বিশ্বের ১২০টি দেশে সরাসরি দেখানো হবে এবারের আইপিএল! বাদ পাকিস্তান]

সংযুক্ত আরব আমিরশাহীর আইপিএলে (IPL 2020 in UAE) স্পিন সহায়ক উইকেটই থাকবে। কুলদীপের দাবি, এমন কন্ডিশনে স্পিনারদের উপর দুর্দান্ত পারফর্ম করার চাপ থাকবে। তারকা স্পিনার বললেন, “সংযুক্ত আরব আমিরশাহির পিচ স্পিন সহায়ক হবে। ফলে স্পিনাররা একটু বাড়তি অ্যাডভান্টেজ পাবে। কিন্তু তাতে চাপটাও বাড়বে স্পিনারদের উপর। কারণ সবাই আশা করবে প্রতিটা দলের স্পিনাররা যাতে ধারাবাহিকভাবে পারফর্ম করে। আমি তাই ফোকাসড আছি। চেষ্টা করব যাতে অনেক উইকেট নিতে পারি।”

কোভিড আবহে আইপিএল খেলা ঠিক কতটা কঠিন? কুলদীপ বললেন, “সমস্ত নির্দেশিকা মেনে চলতে হবে সবাইকে। অবশ্যই করোনা আবহে আইপিএল খেলাটা যথেষ্ট চ্যালেঞ্জিং। আমাদের সমস্ত নির্দেশিকা মেনে চলতে হবে। মনে রাখতে হবে কোনও একজন ক্রিকেটারের করোনা হওয়া মানে কিন্তু গোটা দলের উপর তার প্রভাব পড়বে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।” বরাবরের মতো এবারও আইপিএল জয়ের অবিসংবাদী ফেভারিট মুম্বই ইন্ডিয়ান্স। তবে কুলদীপের দাবি কেকেআরও নিঃসন্দেহে থাকবে ফেভারিটদের তালিকায়। কুলদীপ বললেন, “কেকেআরে বিশ্বমানের সমস্ত প্রতিভা আছে। আমাদের দলে এমন অনেক ক্রিকেটার আছে যারা ম্যাচের ছবি পালটে দিতে পারে। আমরা অনেকদিন পেয়েছি প্রস্তুতির জন্য। ফলে কেকেআর তৈরি এবারের আইপিএলের জন্য।”

[আরও পড়ুন: আইপিএল ১৩: রায়না-ভাজ্জিদের ছাড়াও শক্তিশালী চেন্নাই দল, কেমন হবে প্রথম একাদশ?]

এদিকে, সিএসকের আকাশে এখনও চিন্তার মেঘ। এদিনই জানা গেল, ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড় এখনও করোনামুক্ত হননি। আইপিএল শুরুর মাত্র দিন তিনেক বাকি। কিন্তু তাঁর রিপোর্টে ফের করোনা পজিটিভ এসেছে। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে ধোনিবাহিনী কতটা চিন্তামুক্তভাবে খেলতে পারে, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement