Advertisement
Advertisement

Breaking News

IPL 2022

IPL 2022: উইকেট নেওয়ার পরে কেন এমন সেলিব্রেশন? নাইট বধের নায়ক জানালেন আসল কারণ

কেকেআরকে হারিয়ে এবারের টুর্নামেন্টে প্রথম ম্যাচ জিতল আরসিবি।

RCB's Hasaranga discusses Neymar style celebration | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:March 31, 2022 1:06 pm
  • Updated:March 31, 2022 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাই চার উইকেট নিয়ে ধস নামিয়েছিলেন কেকেআর (KKR) ইনিংসে। আরসিবির (RCB) ওয়ানিন্দু হাসারাঙ্গা জিতে নেন ম্যাচের সেরার পুরস্কার। অনবদ্য বোলিংয়ের পাশাপাশি চর্চায় উঠে এসেছে উইকেট নিয়ে তাঁর সেলিব্রেশন। প্রিয় ফুটবলার নেইমারের অনুকরণেই এই সেলিব্রেশন, জানিয়েছেন আরসিবি বনাম কেকেআর ম্যাচের নায়ক শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার।

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের (Neymar) অন্ধ ভক্ত হাসারাঙ্গা। এর আগেও আইপিএলে (IPL) দেখা গিয়েছে তাঁর এই সেলিব্রেশন। প্যারিস সাঁ জাঁ দলের তারকার অনুকরণে বুধবার ফের সেই বিশেষ সেলিব্রেশন করেন হাসারাঙ্গা। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে নেইমারের মতোই হাতের আঙুল দিয়ে ফোন করার ভঙ্গিতে উইকেট নেওয়ার সেলিব্রেশন করেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: IPL 2022: ব্যাটিং বিপর্যয়, অনুশাসনের অভাব! লড়াই করেও আরসিবির কাছে হার নাইটদের]

ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে ওয়ানিন্দুকে প্রশ্ন করা হয়,  এরকম সেলিব্রেশন কেন করেন তিনি? উত্তরে আরসিবির অন্যতম ভরসা জানিয়েছেন, “আমার সবচেয়ে প্রিয় ফুটবলার নেইমার। তাই উইকেট নেওয়ার পরে উদযাপন করতে আমি ওর মতো করেই সেলিব্রেশন করি।” চার ওভারে মাত্র কুড়ি রান দিয়ে চারটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তার মধ্যে অন্যতম ছিল কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের উইকেট। কী করে এরকম বিধ্বংসী বোলিং করলেন তিনি? জবাবে হাসারাঙ্গা জানান, “আমি যখন খেলতে নামি তখন একদম চাপমুক্ত থাকি। হয়তো সেই কারণেই আমার পারফরম্যান্স ভাল হয়।” নাইটদের বিরুদ্ধে দুরন্ত বোলিঙের পর সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপ এখন হাসারাঙ্গার মাথায়।  

বুধবার আইপিএলে আরসিবি ৩ উইকেটে হারিয়ে দেয় গতবারের রানার্স আপ কেকেআরকে। প্রথমে ব্যাট করে মাত্র ১২৮ রানে অল আউট হয়ে যায় নাইটরা। স্বল্প পুঁজি নিয়েও লড়াই করেন কেকেআর বোলাররা। বাংলার শাহবাজ আহমেদের দাপটে চার বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে ফেলে আরসিবি। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে উঠে এল আরসিবি। পাঁচ নম্বরে রয়েছে কেকেআর।

[আরও পড়ুন: Mamata Banerjee: দার্জিলিংয়ের অলিগলিতে জনসংযোগ মুখ্যমন্ত্রীর, বানালেন মোমো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement