Advertisement
Advertisement

Breaking News

Mohammed Siraj

ঘুম ভাঙতেই হাতে বিশ্বকাপ ট্রফি, রোজ সকালে দিবাস্বপ্ন সিরাজের

বিশ্বজয়ের স্বপ্নে বুঁদ ভারতের তারকা পেসার।

RCB pacer Mohammed Siraj wants to win the World Cup

মহম্মদ সিরাজ। ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:May 7, 2024 8:08 pm
  • Updated:May 7, 2024 8:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj )। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তিনি কল্পনা করেন, বিশ্বকাপ হাতে উঠেছে তাঁর। এবারের বিশ্বকাপে জশপ্রীত বুমরাহর সঙ্গী সিরাজ।
একটি পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে সিরাজ বলেছেন, ”সবার আশীর্বাদে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছি। প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে সে দেশের হয়ে খেলবে। বিশেষ করে বিশ্বকাপে খেলতে চায়। বিশ্বকাপ হাতে তুলেছি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি এই কল্পনাই করি।”  

[আরও পড়ুন:  ‘রিঙ্কুর খারাপ ফর্মের জন্য দায়ী কেকেআর’, নাইট ম্যানেজমেন্টকে একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার]

অল্পের জন্য পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিততে পারেনি ভারত। গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেও ফাইনালে এসে হৃদয় ভাঙে রোহিত শর্মাদের। টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তোলার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন ভক্ত-অনুরাগীরা। সিরাজ নিজেও বিশ্বজয় করতে চান। এখন থেকেই বিশ্বজয়ের স্বপ্নে বিভোর সিরাজ।
আইপিএলে ভালো জায়গায় নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিবার অনেক আশা জাগিয়ে আইপিএল অভিযান শুরু করে আরসিবি। কিন্তু মরশুমের মাঝপথে তারা দিগভ্রষ্ট হয়। এবারও ব্যতিক্রম নয়। আরসিবি, পাঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স – এই চারটি দলের পয়েন্ট ৮।

[আরও পড়ুন: ‘ওরকম না করলেও চলত’, অতীতের আচরণ নিয়ে আক্ষেপ গম্ভীরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement