Advertisement
Advertisement
RCB

‘আইপিএল জিততে পারবে না আরসিবি’, কেকেআরের কাছে ‘আত্মসমর্পণে’ ক্ষুব্ধ ক্রিকেটমহল

বিরাট একা কত করবেন? তোপ ক্রিকেট বিশেষজ্ঞদের।

RCB can not win IPL, experts slam team after loss against KKR

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 30, 2024 9:53 am
  • Updated:March 30, 2024 3:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল জিততে পারবে না আরসিবি (RCB)! শুক্রবার কেকেআরের বিরুদ্ধে বিরাট কোহলিদের বোলিং দেখে এই কথাই বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, একা কোহলি আর কত করবেন? দলের অন্যদের থেকে সাহায্য পাচ্ছেন না তিনি।

শুক্রবার ঘরের মাঠে কেকেআরের (KKR) বিরুদ্ধে খেলতে নেমেছিল আরসিবি। কিন্তু বেগুনি জার্সিধারীদের আঁটসাট বোলিংয়ের সামনে গুটিয়ে যায় বিরাটদের (Virat Kohli) ব্যাটিং লাইন আপ। অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত কেউই রান তুলতে পারেননি। একা কুম্ভ হয়ে লড়ে যান বিরাট। ৮৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। সেই ইনিংসে মুগ্ধ সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি। তাঁর কথায়, “বিরাট একা আর কত করবে? কাউকে তো সাহায্য করতে হবে। আজ যদি ক্রিজের অপর প্রান্তে কেউ সাহায্য করত তাহলে ৮৩ রানটা ১২০ অবধি উঠতে পারত। ক্রিকেট তো একার খেলা নয়, দলের সকলকেই অবদান রাখতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: ‘ভারতকে শেখাতে আসবেন না’, কেজরির গ্রেপ্তারিতে রাষ্ট্রসংঘের ‘উদ্বেগে’ সরব ধনকড়

ব্যাটিং ব্যর্থতার পরে বোলিংয়েও আরসিবির ভরাডুবির। শুরু থেকেই মহম্মদ সিরাজ, আলঝারি জোসেফদের তুলোধনা করেন কেকেআরের দুই ওপেনার। তাঁদের দাপটেই ম্যাচ জয় নিশ্চিত করে ফেলে শ্রেয়স আইয়ারের দল। তিন ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় কেকেআর। চলতি আইপিএলে এই প্রথমবার অ্যাওয়ে ম্যাচ জিতল কোনও দল।

আরসিবি বোলিংয়ের এই হতশ্রী দশা দেখে তোপ দেগেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন টুইট করে বলেন, “এই বোলিং লাইন আপ থাকলে আরসিবি মোটেও আইপিএল (IPL 2024) জিততে পারবে না।” প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার টম মুডি বলেন, “আরসিবিকে দুজন বিদেশি পেসার খেলাতেই হবে। লকি ফার্গুসন আর রিস টপলিকে নেওয়া উচিত প্রথম একাদশে।” উল্লেখ্য, চলতি আইপিএলে তিনটি ম্যাচ খেলেছে আরসিবি। তার মধ্যে দুটোতেই হেরেছেন বিরাটরা। এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারবেন তাঁরা?

[আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে! মৃত ৩ শিশু-সহ ৪

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement