Advertisement
Advertisement

Breaking News

RCB

বিশ্বকাপ হারের মঞ্চে বিরাট শো, জ্যাক্সের সেঞ্চুরিতে টানা জয় আরসিবির

প্লে অফ খেলার লড়াই কঠিন গুজরাটের পক্ষে।

RCB beats GT in ipl match
Published by: Anwesha Adhikary
  • Posted:April 28, 2024 6:51 pm
  • Updated:April 28, 2024 7:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মাঠেই হেরেছিলেন বিশ্বকাপ ফাইনাল। চোখের জল ফেলতে ফেলতে মাঠ ছেড়েছিলেন। রবিবার সেই মাঠে ফিরেই ঝলসে উঠল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট। কিং কোহলি আর উইল জ্যাক্সের ব্যাটে ভর করে জিতে গেল আরসিবি। চলতি মরশুমে এই প্রথমবার টানা দুম্যাচে জয় পেলেন বিরাটরা। অন্যদিকে আরও কঠিন হয়ে গেল গুজরাট টাইটান্সের প্লে অফে ওঠার লড়াই।

চলতি আইপিএলে (IPL 2024) বিধ্বংসী ফর্মে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে তাদের ঘরের মাঠে হারিয়েছিলেন ফ্যাফ ডু’প্লেসিসরা। সেই আত্মবিশ্বাস নিয়েই রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেমেছিল আরসিবি (RCB)। উলটো দিকে গুজরাট আগের ম্যাচে হেরেছিল দিল্লির বিরুদ্ধে। লড়াই করেও মাত্র ৪ রানে হারতে হয় শুভমান গিলদের। তাই প্লে অফে ওঠার জন্য আরসিবিকে হারানো খুব দরকার ছিল পয়েন্ট টেবিলে ৭ নম্বরে থাকা গুজরাটের (Gujarat Titans) জন্য।

Advertisement

[আরও পড়ুন: দিল্লি ম্যাচের আগে ঠান্ডা লড়াই ইডেনে, প্র্যাকটিস থেকে নাইটদের বের করে দিলেন কিউরেটর

রবিবার টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ডু’প্লেসিস। প্রথম ওভারেই ঋদ্ধিমান সাহা আউট। পাওয়ার প্লে শেষ হতেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক গিলও। তার পর অবশ্য সাই সুদর্শন আর শাহরুখ খানের দুরন্ত ইনিংসে ২০০ রান পর্যন্ত পৌঁছে যায় গুজরাটের ইনিংস। আরসিবি বোলারদের মধ্যে এদিন নজর কাড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। প্রবল চাপের কারণে আইপিএল থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অজি তারকা। এদিন প্রত্যাবর্তনেই তুলে নিলেন গিলের উইকেট।

২০০ রানের টার্গেট এখন আইপিএলে জলভাত হয়ে গিয়েছে। সেই রান তুলতে আরসিবিকে একেবারেই কষ্ট করতে হল না। পাওয়ার প্লেতে ডু’প্লেসিস আউট হলেও আরসিবির ‘পাওয়ার’ দেখল নরেন্দ্র মোদি স্টেডিয়াম। আরও একবার ৫০ রানের গণ্ডি পেরলেন বিরাট। উলটো দিক থেকে পালটা মার দিলেন উইল জ্যাক্সও। ১৬তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করলেন। পূরণ করলেন নিজের সেঞ্চুরিও। ৪ ওভার বাকি থাকতেই ম্যাচ নিজের পকেটে পুরল আরসিবি।

[আরও পড়ুন: ‘ওই মুহূর্তেই পরিবারের সব সমস্যা মিটে গিয়েছিল’, নিজের ট্যাটু নিয়ে আবেগঘন রিঙ্কু

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement