Advertisement
Advertisement

শুরুর আগেই শেষ, বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ থেকে সরে দাঁড়ালেন শোয়েব

কী এমন হল যার জন্য নিজেকে সরিয়ে নিলেন শোয়েব?

Rawalpindi Express, a biopic on the legendary bowler Shoaib Akhtar, is no longer on the cards । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:January 23, 2023 11:37 am
  • Updated:January 23, 2023 11:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের আলো দেখবে না পাকিস্তানের প্রাক্তন ‘গতিদানব’ শোয়েব আখতারের (Shoaib Akhtar)বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ (Rawalpindi Express)। প্রাক্তন পাক স্পিডস্টারের জীবন নিয়ে ছবি তৈরি হচ্ছে, তা ঘোষণার পর থেকেই দারুণ চর্চা হচ্ছিল সর্বত্র। কারণ যাঁর চরিত্র নিয়ে ছবিটি হচ্ছে, তাকে নিয়েও কৌতূহলের অন্ত নেই। তিনি বিতর্কিত, আবার একইসঙ্গে তিনি প্রশংসিতও। এহেন শোয়েব আখতার আচম্বিতেই জানিয়ে দিলেন ড্রিম প্রজেক্ট থেকে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন।

সোশ্যাল মিডিয়াতেও শোয়েব এ কথা জানিয়েছেন। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস লিখেছেন, ”খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত কয়েক মাস ধরে অনেক ভাবনাচিন্তার পর ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ ছবি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। এই ছবির পরিচালকের সঙ্গেও চুক্তি বাতিল করে দেব। নিঃসন্দেহে এটা ড্রিম প্রজেক্ট ছিল। তবে সব ব্যাপার ঠিকঠাক এগোয়নি।” 

Advertisement

[আরও পড়ুন: দল জিতলেও, আল নাসেরের হয়ে অভিষেক ম্যাচে গোল পেলেন না রোনাল্ডো]

 

এখানেই শেষ নয়, শোয়েব আরও লিখেছেন, ”দু’ তরফের মতপার্থক্য বন্ধুত্বপূর্ণ উপায়ে সমাধান করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বারংবার চুক্তি লঙ্ঘন করা হয়েছে। শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেওয়াই শ্রেয় বলে মনে করেছি।”এর পরেও যদি তাঁর বায়োপিক নির্মাণের কাজ চালানো হয়, তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শোয়েব। 

 

পাক চিত্র পরিচালক মহম্মদ ফারাজ কাইজার পরিচালিত এই ছবিতে শোয়েবের চরিত্রে অভিনয় করার কথা ছিল পাক অভিনেতা উমেইর জসওয়ালের। তিনিও নিজেকে সরিয়ে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়েছেন। 

এক সময়ে বল হাতে শোয়েব আখতারকে সামলাতে ভয় পেতেন বিশ্বের প্রায় সব ব্যাটসম্যানই। তাঁর বায়োপিক মুক্তি পেলে শোয়েবের জীবনের অনেক অজানা কথা জানতে পারতেন ক্রিকেটভক্তরা। এখন সেই প্রজেক্টই বন্ধ হয়ে গেল। 

 

[আরও পড়ুন: Hockey World Cup: স্বপ্ন অধরাই, ক্রসওভার ম্যাচের পেনাল্টি শুট আউটে হেরে বিদায় ভারতের]

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M. Faraz Qaiser (@farazqaiser92)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement