Advertisement
Advertisement
Ravindra Jadeja

‘মাতৃভূমির জন্য কঠোর শ্রমের প্রধান উদাহরণ’, মোদির সঙ্গে সাক্ষাতের পর অভিভূত জাদেজা

জাদেজার স্ত্রী বিজেপি বিধায়ক রিভাবাও গিয়েছিলেন মোদির সঙ্গে দেখা করতে।

Ravindra Jadeja Meets PM Narendra Modi। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 16, 2023 8:22 pm
  • Updated:May 16, 2023 8:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করলেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করলেন তিনি। মোদিকে সম্বোধন করলেন ‘মাতৃভূমির জন্য কঠোর পরিশ্রম এবং উৎসর্গের প্রধান উদাহরণ’ হিসেবে।

ঠিক কী লিখেছেন জাদেজা? তিনি লিখেছেন, ‘আপনার সঙ্গে দেখা করে খুব ভাল লাগল মোদি সাহেব। আপনি আমাদের মাতৃভূমির জন্য কঠোর পরিশ্রম এবং উৎসর্গের এক প্রধান উদাহরণ। আমি নিশ্চিত আপনি সর্বোত্তম উপায়ে সবাইকে অনুপ্রাণিত করতে থাকবেন।’

Advertisement

[আরও পড়ুন: ‘ভয়ের বাতাবরণ তৈরি করবেন না’, বিরোধীদের অভিযোগের মধ্যেই ইডিকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের]

এবারের আইপিএলে অসাধারণ ফর্মে রয়েছেন জাড্ডু। সম্প্রতি তিনি এই প্রতিযোগিতায় ২০০ উইকেটপ্রাপ্তির নজির গড়েছেন। আগামী শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফের মাঠে নামবেন জাদেজা। তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা গেল তাঁকে ও তাঁর স্ত্রীকে।

উল্লেখ্য, প্রথমবার ভোটে দাঁড়িয়েই ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন বিজেপি প্রার্থী রিভাবা জাদেজা (Rivaba Jadeja)। তিনি গুজরাটের বিধায়ক। মঙ্গলবার রাজধানী দিল্লিতে স্বামী জাদেজার সঙ্গে তিনিও ছিলেন। 

[আরও পড়ুন: দিল্লির আফগান দূতাবাসে জোর করে ঢোকার চেষ্টা তালিবান ‘কূটনীতিকে’র, রুখে দিল কর্মীরাই!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement