Advertisement
Advertisement

Breaking News

Ravindra Jadeja India vs Australia

‘বিমানে বসেই পিচের ক্ষত দেখছিল ওরা’, অস্ট্রেলিয়াকে বিদ্রুপ রবীন্দ্র জাদেজার

প্রত্যাবর্তনেই ম্যাচের সেরা হয়েছেন জাদেজা।

Ravindra Jadeja has taken a jibe at Australia। Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 11, 2023 9:37 pm
  • Updated:February 11, 2023 9:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়াকে কটাক্ষ করলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। প্রত্যাবর্তনেই জাদেজা ম্যাচের সেরা হয়েছেন। প্রথম টেস্টের আগে থেকেই পিচ নিয়ে সরব হয়েছিল অস্ট্রেলিয়া (Australia)। সে দেশের সংবাদমাধ্যমে লেখা হয়েছিল ‘পিচ ডক্টরড’।

প্রথম টেস্টে অজিদের উড়িয়ে দেওয়ার পরে সম্প্রচারকারী চ্যানেলের সামনে জাদেজা বলেছেন, ”আমার মনে হয় বিমানে ওঠার পরই ওরা পিচের ক্ষত দেখছিল। বল ঘুরবে, এমন একটা হাওয়া তৈরি করে ফেলেছিল ওরা। স্পিন কিন্তু সেরকম হয়নি। সোজা বলেই ওরা বেশিরভাগ আউট হয়েছে। আমরাও এলবিডব্লিউ হয়েছি সোজা বলে।”

Advertisement

[আরও পড়ুন: ‘জাদেজা বলছে, আমাকে বল দাও, অশ্বিনেরও একই আবদার ‘, অদ্ভুত সমস্যার কথা বললেন রোহিত]

জাদেজা আরও বলেন, ”ভারতে খেলতে এলে এরকম পরিস্থিতিরই মোকাবিলা করতে হবে। আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলবো। শক্তি অনুযায়ী পিচ তৈরি করা হবে। আমাদের ফাস্ট বোলাররা দুরন্ত। কিন্তু স্পিনাররা বেশি ম্যাচ জিতিয়েছে, বেশি উইকেট নিয়েছে। আমরা শক্তি অনুযায়ী খেলবো না কেন?” প্রশ্ন জাদেজার।

প্রথম টেস্ট ম্যাচ জিতে ভারত (India) আরও চাপে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় টেস্টে ভারতীয় স্পিনারদের মোকাবিলা কীভাবে করবে অজিরা, তা নিয়েই চিন্তায় থাকবে। জাদেজা বলছেন, ”টিম হিসেবে প্রত্যেকের আত্মবিশ্বাস তুঙ্গে। কারণ সব ব্যাটার অবদান রেখেছে। তিন স্পিনারই উইকেট পেয়েছে।”

[আরও পড়ুন: অনুষ্টুপের লড়াকু ৮০, রনজি ফাইনালের আরও কাছে বাংলা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement