সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশমবার আইপিএল (IPL) ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু নজিরের দিনেই ফের ইঙ্গিতপূর্ণ টুইট করলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। কয়েকদিন আগেই মাঠে ধোনির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। তারপরেই টুইটারে বেশ আক্রমণাত্মক বার্তা দেন তিনি। মঙ্গলবারের ম্যাচে দুরন্ত পারফর্ম করার পরে আবারও টুইটারে নিন্দুকদের একহাত নেন জাদেজা। ফলে চেন্নাই ভক্তদের প্রশ্ন, তাহলে দলের প্রতি জাদেজার কোনও অসন্তোষ রয়েছে?
চেন্নাই (Chennai Super Kings) শিবিরে গৃহযুদ্ধের সূচনা গত শনিবারের দিল্লি ক্যাপিটালস ম্যাচ থেকে। ওই ম্যাচে দলের অন্য বোলাররা বেশ আঁটসাট বোলিং করলেও চার ওভারে ৫০ রান দেন জাদেজা। ম্যাচের শেষে ধোনির (MS Dhoni) সঙ্গে তাঁর কথোপকথনের ভিডিও ভাইরাল হয়। সেখানে সাফ দেখা যাচ্ছে, অভিজ্ঞ অলরাউন্ডারকে কিছু বলতে চাইছেন ধোনি। কিন্তু বিরক্তি প্রকাশ করে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যান জাদেজা।
তারপরেই রবিবার একটি পোস্ট শেয়ার করেন জাদেজা। সেখানে লেখা ছিল, “তুমি কর্মফল পাবেই, আজ না হোক কাল।” এই পোস্ট শেয়ার করে জাড্ডু লেখেন, “ডেফিনেটলি”। এই পোস্ট দেখেই একরাশ প্রশ্ন উঠেছে চেন্নাই ভক্তদের মনে। তাঁদের দাবি, কোনওভাবে কি ধোনিকে নিশানা করেই জাড্ডুর এই পোস্ট? বিশেষত, ডেফিনেটলি শব্দটির সঙ্গে ধোনিকেই মনে রাখেন চেন্নাই ভক্তরা। ২০২০ সালের আইপিএলে ধোনিকে যখন জিজ্ঞাসা করা হয় এটাই তাঁর শেষ টুর্নামেন্ট কিনা, ক্যাপটেন কুল তখন জবাব দিয়েছিলেন, “ডেফিনেটলি নট।”
তবে চেন্নাই ভক্তরা ভেবেছিলেন, যাবতীয় বাদানুবাদ মিটিয়েই প্লে অফ খেলতে নামবেন জাদেজা। মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ১৬ বলে ২২ রান করেন তিনি। তারপর বল হাতে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। গুরুত্বপূর্ণ ক্যাচও ধরেন। অলরাউন্ড পারফরম্যান্সের কারণে জাদেজার হাতেই ওঠে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার। সেই ছবি পোস্ট করেই জাড্ডু লেখেন, “ফ্যানরা অনেকেই জানে না, আমি মূল্যবান খেলোয়াড়।” প্রসঙ্গত, চলতি আইপিএলে জাদেজা ব্যাট করতে নামলেই ফ্যানরা চাইছেন তিনি যেন তাড়াতাড়ি আউট হয়ে গিয়ে ধোনিকে ব্যাটিংয়ের সুযোগ দেন। সেই কারণেই টুইট করে নিন্দুক ভক্তদের একহাত নিয়েছেন তিনি।
Upstox knows but..some fans don’t 🤣🤣 pic.twitter.com/6vKVBri8IH
— Ravindrasinh jadeja (@imjadeja) May 23, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.