Advertisement
Advertisement
Ravindra Jadeja

‘আইপিএলের কথা ভাবিনি’, ইংল্যান্ডে সেঞ্চুরি হাঁকিয়ে CSK-র নেতৃত্ব নিয়ে মুখ খুললেন জাদেজা

ব্যর্থতার জেরে মাঝপথেই চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন জাদেজা।

Ravindra Jadeja breaks silence on CSK captaincy debacle | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:July 3, 2022 4:56 pm
  • Updated:July 3, 2022 6:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর আইপিএলটা একেবারেই ভাল যায়নি রবীন্দ্র জাদেজার। তাঁর কাঁধে নেতৃত্বের গুরুদায়িত্ব তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু অধিনায়ক হিসেবে চূড়ান্ত ব্যর্থ হন। মাঝপথেই ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ান। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এবার ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি হাঁকানোর পর চেন্নাই সুপার কিংসের (CSK) নেতৃত্ব নিয়ে মুখ খুললেন জাদেজা।

এজবাস্টন টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে বড় রানে পৌঁছে দেওয়ার কাজটি করেছেন জাদেজা (Ravindra Jadeja)। চোট সারিয়ে দলে ফেরা ভারতীয় অলরাউন্ডারের এহেন পারফরম্যান্সের প্রশংসা করেছেন প্রাক্তনীরাও। তবে তাঁর এমন ব্যাটিংয়ের পর টেস্টের মাঝেই উঠে এল আইপিএল প্রসঙ্গ। দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক বৈঠকে যার উত্তরও দিলেন জাদেজা।

Advertisement

[আরও পড়ুন: ক্লাব ছাড়তে চান, সরকারিভাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে আবেদন রোনাল্ডোর]

এবারের আইপিএলে ব্যর্থতার দায় নিয়ে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু শোনা গিয়েছিল, টিম ম্যানেজমেন্টই নাকি অসন্তুষ্ট হয়ে তাঁকে অধিনায়কত্ব ছাড়তে বলেছিল। এরপরই আবার চোটের কারণে ছিটকে গিয়েছিলেন আইপিএল (IPL 2022) থেকে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজেও খেলা হয়নি তাঁর। তবে ইংল্যান্ডে বাকি থাকা পঞ্চম টেস্টটিতে ফিট হয়ে নেমে পড়েছেন তিনি। যেখানে ফের এসেছে সাফল্য। এরপরই সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়, এজবাস্টনে সেঞ্চুরি হাঁকানোর সময় কি তাঁর মনে একবারও আইপিএলের ভাবনা এসেছিল? চেন্নাই দলের নেতৃত্বে ব্যর্থতাই কি ফের তাঁকে এভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করল? মাত্র দু’টি শব্দেই এর উত্তর দেন জাদেজা। বলে দেন, “একেবারেই নয়।”

এরপর যোগ করেন, “যা হয়েছে, হয়ে গিয়েছে। আমি একেবারেই আইপিএলের কথা ভাবছিলাম না। আপনি যখন ভারতের হয়ে খেলেন, তখন সমস্ত ফোকাসটা সেদিকেই থাকে। আমার ক্ষেত্রেও ব্যাপারটা একই। ভারতের (Team India) জার্সিতে ভাল পারফর্ম করার চেয়ে ভাল অনুভূতি আর কিছু হতে পারে না।” অর্থাৎ আপাতত চেন্নাই দলে খেলা কিংবা নেতৃত্বে ফেরা নিয়ে যে তিনি ভাবছেন না, সেটাই স্পষ্ট করে দিলেন জাদেজা।

[আরও পড়ুন: ‘শীঘ্রই বাংলায় ক্ষমতা দখল করবে BJP’, জাতীয় কর্মসমিতিতে প্রত্যয়ী শাহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement