অশ্বিন ও তাঁর স্ত্রী প্রীতি। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিসবেন টেস্টের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সাম্প্রতিক সময়ে ভারতের সেরা অফস্পিনারকে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটদুনিয়া। এবার কলম ধরলেন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণন। অবসরের দুদিন পর সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে আবেগী বার্তা দিলেন অশ্বিনের স্ত্রী।
তিনি লিখেছেন, ‘গত দুদিন কীভাবে কেটে গেল, বুঝতেই পারলাম না। তোমার জন্য কী বলতে পারি আমি? আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটারকে শ্রদ্ধা জানাব? জীবনসঙ্গী হিসেবে তোমাকে দেখার গল্পটা বললেও মন্দ হয় না। নাকি একজন ফ্যানগার্ল হয়ে তোমাকে প্রেমপত্র লিখব? আসলে যেন সব মিলেমিশে যাচ্ছে। যখন তোমার সাংবাদিক সম্মেলন দেখলাম, তখন গত ১৩-১৪ বছরের ছোটবড় বহু স্মৃতি মনে পড়ছিল।’
তারপর তুলে ধরেছেন অশ্বিনের প্রস্তুতির বহু মূহূর্ত। সঙ্গে ভাগ করে নিয়েছে হার-জিতের স্মৃতি। প্রীতি লিখছেন, ‘কত বড় ম্যাচে জয় পেয়েছ, কত সিরিজের সেরা হয়েছ। আবার রুদ্ধশ্বাস ম্যাচের পরের নীরবতা। জট পাকানো চিন্তাগুলো পাতা ভরে লিখে গিয়েছ, খেলার পরিকল্পনা তৈরির জন্য টানা ভিডিও দেখেছ। প্রতিটা ম্যাচের আগে যেন ঝড়ের আগের শান্তি, একই গান বারবার করে বেজেই চলেছে। কখনও আনন্দের কান্নায় ভেসেছি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, মেলবোর্নে জয়, সিডনির ড্র, গাব্বার জয়, টি-টোয়েন্টিতে কামব্যাক। আবার কখনও হৃদয়ভঙ্গের যন্ত্রণা নিয়ে নীরব হয়ে থেকেছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর অশ্বিনের জীবন কীরকম হবে? সেটাও ঠিক করে রেখেছেন প্রীতি। তিনি লিখেছেন, ‘প্রিয় অশ্বিন, আমি জানতাম না কীভাবে খেলার ব্যাগ গোছাতে হয়। সেখান থেকে গোটা বিশ্বের স্টেডিয়ামে তোমার সঙ্গে ঘুরেছি। তোমার থেকে অনেক কিছু শিখেছি। তোমার জন্য ক্রিকেটকে এত ভালোবাসার সৌভাগ্য হয়েছে। দেখেছি কতটা আবেগ, পরিশ্রম ও শৃঙ্খলা থাকা দরকার। আবার কখনও সেটাও যথেষ্ট হয় না। কিন্তু তুমি সেই চেষ্টা কখনই ছাড়োনি। পরিসংখ্যান, পুরস্কার ততটাও গুরুত্বপূর্ণ নয়। যদি না তুমি নিজেকে প্রতি মুহূর্তে আরও ক্ষুরধার করো। অবশেষে তোমার আন্তর্জাতিক কেরিয়ার শেষ হল। আমি শুধু বলব, সব ভালো মতো মিটেছে। এবার কাঁধের থেকে দায়িত্ব কমবে। এবার একটু নিজের ছন্দে বাঁচো। পরিবারকে সময় দাও। কিছু না করেই সময় নষ্ট করো। তেমন হলে মিম পাঠাতে থাকো। বোলিংয়ের নতুন পদ্ধতি তৈরি করো। বাচ্চাদের সঙ্গে মজা করো।’
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.