Advertisement
Advertisement

Breaking News

Ravichandran Ashwin

ডাগ আউটে অগ্নিশর্মা অশ্বিন, সতীর্থের উপরে মেজাজ হারালেন তারকা অফস্পিনার

রইল অশ্বিনের মেজাজ হারানোর ভিডিও।

Ravichandran Ashwin was spotted seething in anger during a TNPL match

রবিচন্দ্রন অশ্বিন।

Published by: Krishanu Mazumder
  • Posted:August 2, 2024 5:31 pm
  • Updated:August 2, 2024 6:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) মাঠের ভিতরে মেজাজ হারাতে কেউ কি দেখেছেন? মাঠের ভিতরে শান্ত থাকেন তিনি। কিন্তু তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ম্যাচে অগ্নিশর্মা অশ্বিনকে দেখা গেল। টিমের ডাগ আউটে থাকা অশ্বিনকে সতীর্থের উদ্দেশে রাগত অঙ্গভঙ্গি করতে দেখা গেল।
তামিলনাড়ু প্রিমিয়ার লিগের এলিমিনেটরে ডিন্ডিগুল ড্রাগন্স ও চিপক সুপার গিলিসের মধ্যে খেলা ছিল। ডিন্ডিগুল ড্রাগন্সের অধিনায়ক অশ্বিন। ১৭-তম ওভারে অশ্বিনের সতীর্থ শরৎ কুমার সহজ ক্যাচ দিয়ে বসেন। কিন্তু চিপক সুপার গিলিসের খেলোয়াড় সেই সহজ ক্যাচ ফেলে দেন। তারপরেই আগুনে মেজাজে ধরা দেন অশ্বিন। উত্তেজিত ভাবে তাঁকে কিছু বলতে দেখা যায়।

[আরও পড়ুন: সর্বস্ব দিয়েও হল না শেষরক্ষা, আরও শক্তিশালী হয়ে ফিরে আসার শপথ ‘যোদ্ধা’ নিখাতের]

অশ্বিনের এই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। ডিন্ডিগুল ড্রাগন্স অবশ্য চিপক সুপার গিলিসকে হারিয়ে এলিমিনেটরে জায়গা করে নেয়। ৩৫ বলে ৫৭ রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন অশ্বিন। খেলার শেষে অশ্বিনকে বলতে শোনা গিয়েছে, ”চাপের জন্যই প্রায় ভাঙতে বসেছিল আমাদের ইনিংস। সতীর্থদের সঙ্গে এবিষয়ে আমাকে কথা বলতে হবে। খেলাটা আদর্শ ছিল না। আমাদের বোলিং ও ফিল্ডিং ভালো হয়নি। তবুও কম স্কোরে ওদের আটকে রাখতে পেরেছিলাম। আন্তর্জাতিক ও আইপিএল প্লেয়ার হিসেবে ব্যাট হাতে আমারও কিছু দায়িত্ব রয়েছে। আগামী ম্যাচগুলোয় আমরা ভালো খেলব বলেই আশা রাখি।”

Advertisement

 

[আরও পড়ুন: ‘চার বছর দীর্ঘ সময়’, পরের অলিম্পিকে পদকের লড়াইয়ে ফেরা নিয়ে সংশয়ে সিন্ধু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement