Advertisement
Advertisement
Rohit Sharma

‘টাকাটাই সব নয়’, রোহিত খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সেই, ভবিষ্যদ্বাণী অশ্বিনের

শেষ পর্যন্ত কি অশ্বিনের ধারণা সত্যি হবে?

Ravichandran Ashwin thinks Rohit Sharma will play for Mumbai Indians

রোহিত শর্মা। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:August 30, 2024 11:23 pm
  • Updated:August 30, 2024 11:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আইপিএল একেবারেই ভালো যায়নি মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরানোর পর হার্দিক পাণ্ডিয়ার অধিনায়কত্বে চেনা ছন্দে দেখা যায়নি আম্বানির দলকে। দলের মধ্যে ভাঙনের গুঞ্জনও শোনা যায়। তার পরই জল্পনা ছড়ায়, ২০২৫-র আইপিএলে অন্য দলে চলে যেতে পারেন রোহিত। কিন্তু সেই জল্পনাকে একপ্রকার অসম্ভব বলেই মনে হচ্ছে ভারতের স্পিনার অশ্বিনের।

আগামী বছরের আইপিএলের আগে বসবে মহানিলাম। যদিও রিটেনশন নিয়ে সমস্ত ধোঁয়াশা এখনও কাটেনি। কিন্তু জল্পনা, রোহিত যদি মুম্বই ছেড়ে নিলামে আসেন, তাহলে বড় অঙ্ক পেতে পারেন ভারত অধিনায়ক। এমনকী সঞ্জীব গোয়েঙ্কা নাকি তাঁর জন্য ৫০ কোটি টাকা ধরে রাখছেন, এমন ধারণাও ছড়ায়। সেটা যদিও নাকচ করে দিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার। কিন্তু রোহিতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা থামেনি।

Advertisement

[আরও পড়ুন: বুচিবাবু টুর্নামেন্টে আচমকা চোট সূর্যর, দলীপ ট্রফিতে খেলতে পারবেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক?]

কিন্তু শেষ পর্যন্ত কি আইপিএলের চেনা নীল জার্সি ছেড়ে অন্য দলে যাবেন হিটম্যান? সেটা একেবারেই মনে হচ্ছে না অশ্বিনের। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “যদি আপনি রোহিতের মতো করে ভাবেন, তাহলে সেটাতে কোনও ভুল নেই। আমার কোনও বাড়তি চাপ চাই না। আমি ভারতের অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্সকে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছি। যদি এখন আর অধিনায়ক নাও থাকি, তাহলেও মুম্বইয়ে আমি খুশি মনেই খেলব।”

[আরও পড়ুন: ‘মোহনবাগানের অধিনায়ক হিসেবে আই লিগ জেতাই সেরা মুহূর্ত’, অবসরের পর স্মৃতিচারণ ‘বাজপাখি’ শিল্টনের]

সেই সঙ্গে অশ্বিন আরও বলছেন, “যদি আমি মুম্বইয়ে খেলি, তাহলে তো সেটা ভালোই। আমি নিশ্চিত, অধিকাংশ প্লেয়ার এরকমই। একটা পর্যায়ে এসে কিছু প্লেয়ারের কাছে টাকার কোনও বাড়তি গুরুত্ব থাকে না। এটাই বাস্তব।” শেষ পর্যন্ত কি অশ্বিনের ভবিষ্যদ্বাণীই সত্যি হবে? মুম্বইয়ের হয়ে পাঁচটি আইপিএল জিতেছেন রোহিত। বিশ্বকাপের মঞ্চে হার্দিকের সঙ্গে তাঁর সুসম্পর্ক দেখা গিয়েছে। সেক্ষেত্রে রোহিত মুম্বইয়ে থাকেন কিনা সেটাই এখন দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement