সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝুলন গোম্বামীর (Jhulan Goswami) শেষ আন্তর্জাতিক ম্যাচ,ভারতের মহিলা ক্রিকেট দলের দুরন্ত জয়-সবকিছু ছাপিয়ে বিতর্কের কেন্দ্রে এখন শনিবার রাতে ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মার ‘মানকাডিং’(Mankading) আউট। ইংল্যান্ডের ব্যাটার চার্লি ডিন নন স্ট্রাইকার এন্ড ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ভারতীয় বোলার দীপ্তি শর্মা (Deepti Sharma) তাঁকে রান আউট করে দেন। জিতে যায় ভারত। এই ঘটনার পরই তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
এই বিতর্কে যোগ দিয়েছেন স্যাম বিলিংস, জেমস অ্যান্ডারসনের মতো তারকা বোলাররা। তাঁরা তীব্র আক্রমণ করেছেন দীপ্তিকে। উল্টোদিকে, দীপ্তির পাশে দাঁড়িয়ে বিলিংসদের একহাত নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। যিনি ২০১৯ সালে আইপিএলে জস বাটলারকে ‘মানকাডিং’আউট করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। নিয়মের মধ্যে থেকেই অশ্বিন কিন্তু বাটলারকে আউট করেছিলেন। তবু ভারতীয় স্পিনারের নৈতিকতা নিয়ে সেই সময় প্রশ্ন উঠেছিল।
তেমনভাবেই ডিনকে আউট করা নিয়ে দীপ্তির সমালোচনায় মুখর হন বিলিংস। তিনি টুইটারে বলেছেন,‘‘নিশ্চয়ই এমন একজন ব্যক্তিও নেই যিনি ক্রিকেটটা খেলেছেন, তিনি এই আউটকে সমর্থন করছেন। এটা কি গ্রহণযোগ্য? এটা কিন্তু ক্রিকেট নয়।’’ বিলিংস আরও লিখেছেন,‘‘আইনে এই আউট আছে। এটা সত্যি। ক্রিকেটের স্পিরিটে এটা নেই। আমার মনে হয়, এই আইনের পরিবর্তন আনা উচিত।’’বিলিংসের বক্তব্যের পরই আসরে নামেন ইংল্যান্ডের তারকা বোলার অ্যান্ডারসন। তিনি বলেন, ‘‘স্পট অন। বলটা করার কোনও ইচ্ছাই ছিল না।’’এর জবাবে বিলিংস ফের লেখেন, ‘‘ভাবো জেমস, এভাবে তুমি আরও কত উইকেট পেতে পারতে!’’
এরপরই বিলিংসদের পাল্টা দেন অশ্বিন। তিনি সেখানে বলেন, বোলারের উপস্থিত বুদ্ধির জন্য পুরস্কৃত করা উচিত। অশ্বিন বলেন, “একটা দারুণ আইডিয়া আছে। বোলারকে উইকেটটা দেওয়া উচিত উপস্থিত বুদ্ধির জন্য। দারুণ চাপের মধ্যে এবং সামজিকভাবে সমালোচনার মুখে পড়বে জেনেও এই কাজটা করা মোটেই সহজ নয়। সাহসিকতার পুরস্কার দিলে কেমন হয় আইসিসি?’’এর আগে অশ্বিন লিখেছেন, ‘‘আমার নাম নিয়ে এত আলোচনা কেন, এদিনের রাতের নায়ক তো দীপ্তি শর্মা।’’
এদিকে, এই বিতর্কে সতীর্থ পাশে দাঁড়িয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। তিনি জানিয়েছেন যে, তাঁরা আইসিসির নিয়মের মধ্যে থেকেই ডিনকে আউট করেছেন। তাঁরা কোনও অপরাধ করেননি। ম্যাচ শেষে ভারত অধিনায়ক হরমনপ্রীতকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘‘আমি তো ভেবছিলাম বাকি উইকেটগুলি নিয়ে প্রশ্ন করা হবে। কারণ, সেগুলিও কষ্ট করে নিতে হয়েছে। যাই হোক, এই আউটটা খেলার অঙ্গ। কোনও ভুল দেখছি না। নতুন কিছু করিনি। আইসিসি নিয়ম মেনেই আউট করা হয়েছে।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.