Advertisement
Advertisement

Breaking News

Ravichandran Ashwin

‘বলের থেকে ব্যাট করার জন্য বেশি মুখিয়ে থাকি’, কুম্বলের অনবদ্য রেকর্ড ভাঙার পর বললেন অশ্বিন

ভারতের জয়ের ম্যাচে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন অশ্বিন।

Ravichandran Ashwin reveals he prefers Batting over bowling | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 12, 2023 10:12 am
  • Updated:February 12, 2023 10:12 am  

স্টাফ রিপোর্টার: ভারতের হয়ে সব ফরম্যাট মিলিয়ে সর্বকালের সেরা বোলার কে? এ নিয়ে বিস্তর বিতর্ক থাকতে পারে। কিন্তু যাঁদের নিয়ে বিতর্ক হতে পারে তাঁদের তালিকায় নিঃশব্দে একজন ঢুকে পড়েছেন। তাঁর নাম রবিচন্দ্রন অশ্বিন। অন্তত পরিসংখ্যান সেকথাই বলছে। নাগপুর টেস্টের (Nagpur Test) পর অশ্বিন এমন এক নজির গড়ে ফেলেছেন, যা এককথায় অনবদ্য। অথচ সেই অশ্বিন বলছেন, তিনি নাকি বল করার থেকে ব্যাট করতে বেশি পছন্দ থাকেন। ড্রেসিং রুমে বসে ব্যাট করার জন্য মুখিয়ে থাকেন, বল করার জন্য নয়।

যাদের পাওয়া সবচেয়ে বেশি সংখ্যক উইকেট ভারতের জয়ের কাজে লেগেছে, তাঁদের তালিকায় অশ্বিন এখন এক নম্বরে। তিন ফরম্যাট মিলিয়ে অশ্বিনের ৪৮৯টি উইকেট ভারতের জয়ের কাজে লাগেছে। অর্থাৎ যে ম্যাচগুলিতে অশ্বিন এই ৪৮৯টি উইকেট পেয়েছেন, সেই ম্যাচগুলি ভারত জিতেছে। এই তালিকায় দু’নম্বরে অনিল কুম্বলে (Anil Kumble)। তাঁর ৪৮৬টি উইকেট জয়ের কাজে লেগেছে।

Advertisement

[আরও পড়ুন: ‘জাদেজা বলছে, আমাকে বল দাও, অশ্বিনেরও একই আবদার ‘, অদ্ভুত সমস্যার কথা বললেন রোহিত]

নাগপুর টেস্ট শেষে তাঁর নামের পাশে দুই ইনিংস মিলিয়ে আট উইকেট। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে একাই ভেঙেছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং মেরুদণ্ড। তারপরেও বোলিং নিয়ে নয়, বরং ব্যাটিং নিয়ে ‘খিদে’ বাড়ছে, এমনটাই জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravi Ashwin)। বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বোচ্চ উইকেটপ্রাপকের তালিকায় এখন দুই নম্বরে অশ্বিন (৯৭টি)। সামনে শুধু অনিল কুম্বলে (১১১টি)। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিলেন ভারতীয় অফস্পিনার (৫-৩৭)। ভারতের মাঠে সবচেয়ে বেশিবার টেস্ট ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নিরিখেও অশ্বিন ছুঁয়ে ফেললেন কুম্বলেকে (২৫)।

[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ অভিযান শুরুর আগেই ধাক্কা ভারতের মেয়েদের, পাকিস্তান ম্যাচে নেই স্মৃতি মন্ধানা]

এ হেন বোলার বলছেন, তিনি বল করার থেকে ব্যাট করতে বেশি পছন্দ করেন। আসলে নাগপুর টেস্টের প্রথমদিনে ‘নাইট ওয়াচম্যান’ হিসেবে ব্যাট হাতে নামতে দেখা গিয়েছিল অশ্বিনকে। ঘূর্ণি পিচে ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। বুঝিয়ে দেন বলের সঙ্গে ব্যাট হাতেও তিনি সমান স্বচ্ছন্দবোধ করছেন অজিদের বিরুদ্ধে। তবে শুধু নাগপুরে নয়, ২২ গজে ব্যাটিং যে তিনি বরাবর উপভোগ করেন, সেটা স্পষ্ট অশ্বিনের কথায়। বলেছেন, “আমি অনেকদিন ধরেই এমন সুযোগের অপেক্ষা করে আসছি। ড্রেসিংরুমে ঠায় বসে বাকিদের ব্যাটিং দেখতে ভাল লাগে না। অনেক সময় নার্ভাস লাগে এইসব পরিস্থিতিতে। তাছাড়া বল করার সুযোগ তো প্রচুর পাই। ব্যাট করার সুযোগ সেভাবে হয় না। মনে হয়, কখন মাঠে নেমে ব্যাট করব। এই টেস্টে সেই সুযোগটা এসে গিয়েছিল।” কীভাবে? অশ্বিন বলেন, “প্রথমদিনের খেলা শেষ হতে তখন মিনিট কুড়ি বাকি ছিল। পুজি (পুজারা) বলল, উইকেট পড়লে ও ব্যাট করতে যাবে না। ব্যাট-প্যাড পড়ে আমি তৈরি ছিলাম। সুযোগটা হাতছাড়া করিনি।”

নাগপুর টেস্টে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স করেছেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। দু’জনের প্রশংসা করে অশ্বিন বলেছেন, “জাড্ডুর (Ravindra Jadeja) কাছ থেকে দারুণ সহায়তা পেয়েছি। গত তিন বছরে ও দারুণ ফর্মে রয়েছে। আমি ভাগ্যবান, ওর মতো বোলিং পার্টনার পেয়েছি। অক্ষরও দারুণ খেলেছে।” পাশাপাশি দলের ব্যাটারদের প্রতিপক্ষকে দীর্ঘক্ষণ ফিল্ডিং করানোর জন্য ধন্যবাদ দিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement