ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দরকার না হলে আমাকে ছেড়ে দাও। রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় পৌঁছতেই স্পষ্ট এই কথা জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। কিন্তু অধিনায়কের অনুরোধেই কিছুটা দেরি করে অবসরের (Retirement) সিদ্ধান্ত ঘোষণা করেন তারকা স্পিনার। অবসর নিয়ে রোহিতের (Rohit Sharma) সঙ্গে তাঁর ঠিক কী আলোচনা হয়েছিল, প্রকাশ্যে এসেছে সেই তথ্যও।
ক্রিকেটদুনিয়াকে চমকে দিয়ে বুধবার অবসর ঘোষণা করেছেন অশ্বিন। তবে গোটা বিষয়টি আগে থেকেই জানতেন ভারত অধিনায়ক। খানিক জোরাজুরি করেই অশ্বিনের অবসর নেওয়াটা পিছিয়ে দেন তিনি। তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সফরের মাঝপথ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অশ্বিন। সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন, “আমি পারথে এসেই জানতে পারি অশ্বিনের সিদ্ধান্তের কথা। আমি অন্তত ওকে পিঙ্ক বল টেস্ট পর্যন্ত থাকতে বলেছিলাম।”
ভারত অধিনায়ক আরও বলেন, “ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল। হয়তো ওর মনে হয়েছিল, ‘আপাতত আমার দরকার নেই, তার চেয়ে অবসর নেওয়াই ভালো।’ অশ্বিনের সিদ্ধান্তকে সম্মান জানাই। আমরা মনে করি, অশ্বিন যা ভাবছে সেটা ভাবার স্বাধীনতা ওকে দেওয়া উচিত। ও যা সিদ্ধান্ত নেবে, সেটায় আমরা সকলেই পাশে রয়েছি।” উল্লেখ্য, অশ্বিন যে বিদায় নিতে পারেন, সেই জল্পনা ম্যাচ চলাকালীনই শুরু হয়ে যায়।
তবে অশ্বিনের অভাব চলতি সিরিজ থেকেই ভোগাতে পারে টিম ইন্ডিয়াকে, এমনটাই মনে করছেন রোহিত। সাংবাদিক সম্মেনে তিনি জানান, “এখনও আমরা মেলবোর্নে পৌঁছইনি। সেখানে কেমন উইকেট থাকবে জানি না, কোন কম্বিনেশনে প্রথম একাদশ ঠিক করা হবে জানি না।” সাধারণত সিডনিতে স্পিনাররা উইকেট থেকে অনেক বেশি সাহায্য পান। সেই টেস্টে হয়তো অশ্বিনকে খেলানো যেত। তবে রোহিত বলছেন, যাই হোক না কেন অশ্বিনের সিদ্ধান্তই শিরোধার্য সকলের কাছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.