Advertisement
Advertisement
Ravichandran Ashwin

ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স, টেস্টে ফের শীর্ষে অশ্বিন

আইসিসি র‌্যাঙ্কিংয়ে বুমরাহকে সরিয়ে এক নম্বরে অশ্বিন।

Ravichandran Ashwin regains number one spot in ICC test ranking

রবিচন্দ্রন অশ্বিন।

Published by: Krishanu Mazumder
  • Posted:March 13, 2024 2:22 pm
  • Updated:March 13, 2024 2:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) সরিয়ে আইসিসি-র (ICC) টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তাঁর আগে টেস্টে এক নম্বরে ছিলেন জশপ্রীত বুমরাহ। পেসারকে সরিয়ে স্পিনার দখল করে নিলেন এক নম্বর স্থান।
২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত টেস্টে এক নম্বর স্থানে ছিলেন ভারতের তারকা অফস্পিনার। মার্চে এসে পুনরায় শীর্ষস্থান দখল করে নিলেন অশ্বিন। ২০১৫ সালের নভেম্বরে প্রথমবার আইসিসি র‌্যাঙ্কিংয়ে একনম্বর ছিলেন তিনি। মাঝে তাঁর জায়গা চলে গিয়েছিল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২৬টি উইকেট নেন অশ্বিন। আর সেই কারণেই ভারতের তারকা অফস্পিনার তাঁর হারানো জায়গা ফিরে পান। 

[আরও পড়ুন: বছর চারেক আগে ক্রিকেট ছাড়ার কথা ভেবেছিলেন, জন্মদিনে সিরাজের স্বীকারোক্তি]

মন্থর গতিতে সিরিজ শুরু করেছিলেন অশ্বিন। মায়ের অসুস্থতার জন্য তৃতীয় টেস্ট চলাকালীন রাজকোট থেকে চেন্নাই চলে গিয়েছিলেন। হাসপাতালে মাকে দেখে আবার দলের সঙ্গে যোগ দেন অশ্বিন।
ধরমশালায় শততম টেস্ট ম্যাচ খেলেন অশ্বিন। তিনি নটি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট দখল করেন ভারতের তারকা অফস্পিনার। রাজকোটে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে পাঁচশো উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন। সদ্য প্রকাশিত আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষে পৌঁছলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের পর দেহ ট্যাঙ্কে ভরে সিল! হাড়হিম করা হত্যাকাণ্ড নিমতায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement