Advertisement
Advertisement
Ravichandran Ashwin

Ravichandran Ashwin: অজি স্পিনার নাথান লিয়নের কোচ রবিচন্দ্রন অশ্বিন! সামনে এল চমকে দেওয়া তথ্য

লিয়ন নাকি অশ্বিন, কে সেরা?

Ravichandran Ashwin invites Nathan Lyon to Chennai in heartwarming exchange after Australia spinner calls him one of my biggest coaches। Sangbad Pratidin

ফের একবার অশ্বিন-লিয়নের ডুয়েল দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 14, 2023 4:51 pm
  • Updated:December 14, 2023 4:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) নিজের কোচ হিসেবে স্বীকৃতি দিলেন নাথান লিয়ন (Nathan Lyon)। বৃহস্পতিবার থেকে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া (Australia)। এর আগে টিম ইন্ডিয়ার (Team India) অভিজ্ঞ অফস্পিনারের প্রশংসায় পঞ্চমুখ অজি স্পিনার। নিজের এক্স হ্যান্ডেল থেকে অশ্বিনকে নিয়ে একটি টুইটও করেন লিয়ন। এর পরিপ্রেক্ষিতে একটি মন ছুয়ে নেওয়ার মতো পোস্ট করেন অশ্বিন।

১২২টি টেস্ট খেলে ৪৯৬টি উইকেট নিয়ে ফেলেছেন অজি অফস্পিনার। বেশ বোঝা যাচ্ছে চলতি পারথ টেস্টেই ৫০০ উইকেট নেওয়ার মাইলস্টোন গড়তে পারেন তিনি। এদিকে ৯৪টি টেস্টে অশ্বিনের উইকেট সংখ্যা ৪৮৯। যদিও অশ্বিনের প্রসঙ্গ উঠতেই লিয়ন বলেন, “অশ্বিন আমার চেয়ে কোনও অংশে কম নয় এবং ভবিষ্যতে নিজেদের ক্রিকেটীয় জীবনের শেষে আমরা একসঙ্গে বসে কোথাও পুরনো স্মৃতি নিয়ে আলোচনা করব।”

Advertisement

[আরও পড়ুন: তারকা বিদেশি কিডনির জটিল রোগে আক্রান্ত! আইপিএলের আগে ব্যাপক চাপে আরসিবি]

এখানেই থেমে না থেকে লিয়ন ভারতের স্পিনারকে উদ্দেশ্য করে X হ্যান্ডেলে লিখেছেন, ‘আমাদের দুজনের লড়াই এখনও বাকি রয়েছে। একটা সেরা ভেন্যুতে দুই দেশের দুই সেরা ক্রিকেটার ফের একে অপরের মুখোমুখি হব। কারণ আমাদের দুজনের এখনও বছর খেলা বাকি রয়েছে।’

 

অশ্বিনও খুব সুন্দরভাবে জবাব দিয়েছেন। নিজের X হ্যান্ডেলে লিখেছেন, ‘আমিও তোমার সাথে দেখা করতে ইচ্ছুক। সিডনিতে তুমি তোমার পছন্দের জায়গা বেছে নেবে এবং চেন্নাইতে আমি তোমাকে নিয়ে যাব ‘ওএসবি’তে মুথু আর চাট দিয়ে সুপ খাওয়াতে। এই সিরিজ মন দিয়ে খেলো এবং দ্রুতই তোমার সঙ্গে দেখা হবে।’

লিয়ন নাকি অশ্বিন? সেরা এই প্রজন্মের সেরা অফস্পিনার? তর্ক-বিতর্ক চলবেই। একজন টেস্টে ৪৯৬ উইকেট নিয়েছেন। অন্যদিকে অশ্বিনের উইকেট সংখ্যা ৪৮৯। লিয়ন একদিকে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবেন। অন্যদিকে আগামী বছরের জানুয়ারি থেমে মার্চ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বড় কোনও অঘটন না ঘটলে লিয়ন তাঁর সবচেয়ে বড় প্রতিযোগী অশ্বিনের থেকে আগেই মাইলস্টোন গড়ে ফেলতে পারেন। যদিও এহেন লিয়ন ভারতের অফ স্পিনারকেই কোচ হিসেবে মেনে নিলেন।

[আরও পড়ুন: শ্রেয়স নাকি নীতীশ? আগামী মরশুমের অধিনায়ক কে? জানিয়ে দিল KKR]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement