সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের হারের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ‘ঋতিকা সাজদে’। তার উত্তর দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। পরিবারের খুদের জন্য ভালোবাসাও পাঠিয়েছেন। এতটা পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু খানিকক্ষণের মধ্যেই সেই উত্তর মুছে দিলেন অশ্বিন। হঠাৎ কী হল সদ্য অবসর নেওয়া ভারতীয় স্পিনারের?
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে খেলতে পারেননি রোহিত শর্মা। পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। রোহিতের স্ত্রীর নাম ঋতিকা। নভেম্বরের মাঝামাঝি সময়ে জন্ম নিয়েছে তাঁদের ছেলে আহান। আর সেই ঋতিকা নাম দেখেই ফাঁসলেন অশ্বিন। এক্স হ্যান্ডেলে ওই নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘অস্ট্রেলিয়া ভেবেছিল আমাদের চুনকাম করতে পারবে’।
তার উত্তরে অশ্বিন লেখেন, ‘ঋতিকা, কেমন আছো? খুদে ও তোমার পরিবারের জন্য শুভেচ্ছা’। যার উত্তরে ওই অ্যাকাউন্ট থেকেও লেখা হয়, ‘আমি ভালো আছি অশ্বিন আন্না’। আর তারপরই নিজের উত্তরটি ডিলিট করে দেন অশ্বিন। আসলে ততক্ষণে বুঝতে পেরেছেন, ‘ঋতিকা সাজদে’ নামের ওই অ্যাকাউন্টটি আসলে ফেক। কিন্তু ছবি রয়েছে রোহিতের স্ত্রীরই। আর তাতেই ফাঁসলেন অশ্বিন।
স্পষ্টতই ওই ইউজারকে রোহিতের ‘বউ’ বলে ভুল করেন প্রাক্তন ভারতীয় স্পিনার। পরে নিজের উত্তর মুছে দিলেও সোশাল মিডিয়ার অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মেলেনি। উল্লেখ্য, চুনকাম না হলেও ৩-১ ব্যবধানে হেরেছে ভারত। আর অ্যাডিলেড টেস্টের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন।
Not Ashwin replying to the parody acc of Ritika Sajdeh 😭 pic.twitter.com/v1mf8QIcKu
— Pallavi Anand (@PallaviSAnand) January 5, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.