Advertisement
Advertisement
Ravi Shastri

‘আই অ্যাম হটি, আই অ্যাম নটি, আই অ্যাম সিক্সটি’, শাস্ত্রীর পোস্ট ঘিরে তীব্র জল্পনা  

কেন এমন পোস্ট করলেন শাস্ত্রী? তবে কি তাঁর সোশাল মিডিয়া হ্যাকড হয়েছে?

Ravi Shastri's viral tweets created a buzz on social media

রবি শাস্ত্রী। ছবি-সোশাল মিডিয়া থেকে

Published by: Krishanu Mazumder
  • Posted:April 10, 2024 7:23 pm
  • Updated:April 10, 2024 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্নান পোশাকে রবি শাস্ত্রী (Ravi Shastri)। আর সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করার প্রায় সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গেল। ছবির সঙ্গে ক্যাপশনটাও জব্বর। আমজনতাকে আকর্ষণ করার পক্ষে যথেষ্ট। ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্ন, রবি শাস্ত্রী কেন এমন দুষ্টু ক্যাপশন লিখতে গেলেন? অনেকের মনেই ঝড় উঠেছে, তবে কি শাস্ত্রীর সোশাল মিডিয়া হ্যাক হয়ে গেল? 
২০১১ বিশ্বকাপ ফাইনালে ধোনির সেই বিখ্যাত ছক্কার সঙ্গে সঙ্গে শাস্ত্রীর ধারাভাষ্যও আইকনিক হয়ে গিয়েছে। শাস্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, ”ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল।” আইপিএলে শাস্ত্রীর ধারাভাষ্যে এনার্জি ঝরে পড়ে। সেই শাস্ত্রীই স্নান পোশাক পরে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখলেন, ”আই অ্যাম হটি, আই অ্যাম নটি, আই অ্যাম সিক্সটি।” 

 

Advertisement

[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে কি ডাক পাবেন কোহলি? নির্বাচক প্রধান আগরকর বললেন…]

আরও দুটি ছবি পোস্ট করেন শাস্ত্রী। ভক্ত-অনুরাগীদের এই কৌতূহলের নিরসন করেন আরেক প্রাক্তন ক্রিকেটার। তিনি বীরেন্দ্র শেহওয়াগ। একটি ভিডিও পোস্ট করেছেন বীরু। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, শাস্ত্রী ও বীরুর পরনে স্নান পোশাক। শাস্ত্রীর পিঠে লেখা শাজ। আর শেহওয়াগের পিঠে লেখা বীরু। ভিডিওয় দেখা যাচ্ছে সওনায় বসে শাস্ত্রী তাঁর পরিচিত ভঙ্গিতে বীরেন্দ্র শেহওয়াগকে ‘নজফগড়ের নবাব’ বলে পরিচয় দিচ্ছেন। কিন্তু তাঁর কণ্ঠের ডেসিবেলের প্রাবল্য এতটাই যে গমগম করছিল জায়গাটা। শাস্ত্রীকে ধীরে কথা বলার অনুরোধ করেন বীরু। 

ভিডিওয় দেখা যাচ্ছে, শেহওয়াগ বলছেন, ”এই ভিডিওর নায়ক আমরা নই। আসল নায়ক অন্য কেউ।” একটি ভ্রমণ সংস্থার হয়ে বিজ্ঞাপন করছেন শাস্ত্রী ও বীরু। তার জন্যই বিশেষ এক ধরনের স্নান পোশাক পরেছেন দুই প্রাক্তন ক্রিকেটার। সেই ছবিই শাস্ত্রী পোস্ট করেছেন তাঁর সোশাল মিডিয়ায়। যা নিয়ে প্রবল আলোড়ন তৈরি হয়েছে দেশজুড়ে। 

[আরও পড়ুন: ‘ধোনির জন্য কঠিন হচ্ছে অধিনায়ক ঋতুরাজের কাজ’, কেন একথা বললেন ভন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement