সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে লকডাউনের ফলে একদিকে যেমন খেলাধুলো বন্ধ, অন্যদিকে তেমনই সমস্যায় প্রাক্তন ক্রিকেটার এবং আম্পায়াররা। সমস্যায় গ্রাউন্ড স্টাফরা। আসলে প্রাক্তন ক্রিকেটারদের অনেকেরই দিন চলে কোনও অ্যাকাডেমি বা ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র চালিয়ে। কিন্তু লকডাউনে সেসব বন্ধ। ফলে আর্থিক দিক থেকে সমস্যায় পড়েছেন তাঁরা। এবার এদের পাশে এসে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।
Guys, let’s come together and help our cricket community. These are testing times and a little empathy will be great 👍🏻 https://t.co/xcc0ORLHb5
— Ravi Shastri (@RaviShastriOfc) May 23, 2020
লকডাউনের জেরে ক্রিকেট বন্ধ হওয়ার দরুন সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মাঠকর্মী, স্থানীয় স্তরের আম্পায়ার এবং ম্যাচ অফিসিয়ালরা। এদের রোজগার কোনওকালেই বিরাট কিছু ছিল না। এই দু’মাসের বেশি সময় কাজ বন্ধ থাকায় তাঁরা আরও বিপাকে। অনেকেকেই চূড়ান্ত আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এদের সকলের পাশে এবার দাঁড়ালেন টিম ইন্ডিয়ার হেড কোচ। টুইটারে তিনি সমর্থকদের উদ্দেশে অনুরোধ করেছেন, এই কঠিন সময়ে প্রাক্তন ক্রিকেটার, আম্পায়ার এবং মাঠকর্মীদের পাশে দাঁড়ান। এই কঠিন সময়ে আপনাদের সামান্য সাহায্যে বহু মানুষ উপকৃত হবেন। মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থায় সাহায্যের জন্য আবেদন করেছেন শাস্ত্রী। এই সংস্থাটি মুম্বইয়ের অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের আর্থিকভাবে সাহায্য করছে।
উল্লেখ্য, এর আগে বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে শুরু করে শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়রা লকডাউনে সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর তহবিলে আর্থিক সাহায্যের পাশাপাশি সরাসরি সাধারণ মানুষের কাছেও ত্রাণ পৌঁছে দিয়েছেন সৌরভ-শচীনরা। শাস্ত্রী নিজেও প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দান করেছেন। বারবার করোনা মোকাবিলায় সরকারকে সাহায্য করার আবেদনও জানিয়েছেন। লকডাউনের পক্ষে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে গলা ফাটিয়েছেন। এবার প্রাক্তন ক্রিকেটারদেরও সাধ্যমতো সাহায্যের আশ্বাস দিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.