Advertisement
Advertisement
Ravi Shastri

বোর্ডের লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন শাস্ত্রী, বর্ষসেরা কে?

বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান কবে?

Ravi Shastri to receive lifetime achievement awardat BCCI awards ceremony । Sangbad Pratidin

রবি শাস্ত্রী। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 22, 2024 7:48 pm
  • Updated:January 22, 2024 8:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ জানুয়ারি বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হায়দরাবাদে হতে চলেছে সেই অনুষ্ঠানে। ভারতের প্রাক্তন হেডকোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) পাচ্ছেন লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। শাস্ত্রীর আগে জীবনকৃতি সম্মান পেয়েছেন কপিল দেব, সুনীল গাভাসকর, সৈয়দ কিরমানি, কৃষ্ণমাচারি শ্রীকান্ত-সহ আরও অনেকে। এবার সেই তালিকায় যোগ হল শাস্ত্রীর নাম। 
২০১৯ সালের পরে প্রথমবার বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতে চলেছে। ভারত এবং ইংল্যান্ড ক্রিকেট দলেরও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। রবি শাস্ত্রী জীবনকৃতি সম্মান পাচ্ছেন, অন্যদিকে শুভমান গিল পাচ্ছেন পলি উমরিগর পুরস্কার। তেইশের বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পাচ্ছেন গিল। গত বছর ২১৫৪ রান করেন তিনি। ২০১৯ সালে জশপ্রীত বুমরাহ এই সম্মান পান। 

[আরও পড়ুন: আমন্ত্রণ পেয়েও অযোধ্যায় যাননি রোহিত শর্মা, কোথায় গেলেন ভারত অধিনায়ক?]

রবি শাস্ত্রী ৮০টি টেস্ট এবং ১৫০টি ওয়ানডে খেলেন দেশের হয়ে। ১৯৮৩ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শাস্ত্রী। ১৯৮৫ সালে বেনসন অ্যান্ড হেজেস জয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন শাস্ত্রী। ম্যান অফ দ্য সিরিজ হওয়ার জন্য শাস্ত্রী আউদি গাড়ি পেয়েছিলেন। ক্রিকেট ছাড়ার পরে ধারাভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশ ঘটে শাস্ত্রীর। পরবর্তীকালে বিরাট কোহলিদের হেডস্যর হিসেবে কাজ করেন। বর্তমানে শাস্ত্রী আবার ফিরে গিয়েছেন ধারাভাষ্যে।

Advertisement

 

[আরও পড়ুন: ‘বিজ্ঞাপনের শুটিং থাকলে তো যেতেন’, রামমন্দিরে না গিয়ে তোপের মুখে ধোনি-কোহলি-রোহিত]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement