সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন’বছর আগের ভয়ংকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনে বিশ্বক্রিকেটে হইচই ফেলে দিয়েছেন যুজবেন্দ্র চাহাল। তিনি জানিয়েছেন, ১৬ তলা থেকে তাঁকে ঝুলিয়ে দিয়েছিলেন এক মদ্যপ সতীর্থ। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন চাহাল। এই ঘটনা কানে আসার পরই ক্ষোভ উগরে দিয়েছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। ভারতীয় দলের প্রাক্তন কোচ চান, যে ক্রিকেটার এমন ঘৃণ্য অপরাধ করেছেন, তাঁকে ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত করা হোক।
ভারতীয় স্পিনার চাহালের (Yuzvendra Chahal) সঙ্গে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালে। তখন সদ্য আইপিএলে অভিষেক হয়েছে তাঁর। সেবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছিলেন চাহাল। সম্প্রতি রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আলাপচারিতায় চাহাল বলেন, “আমি কখনও এই গল্প বলিনি। ২০১৩ সালে আমি যখন মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) ছিলাম, তখনকার ঘটনা। বেঙ্গালুরুতে ম্যাচ শেষে পার্টি চলছিল। সেখানে একজন ক্রিকেটার প্রচণ্ড মদ্যপান করেছিল। মদ্যপ অবস্থায় ওই ক্রিকেটার আমায় ডেকে ব্যালকনিতে নিয়ে যায়। তারপর পিছন থেকে শক্ত করে আমার হাত দুটো ধরে ঝুলিয়ে দেয় ১৬তলা থেকে!” ওই অবস্থায় কোনওভাবে হাত ফসকে গেলেই মৃত্যু অনিবার্য ছিল। সেই সময় কয়েকজন তাঁকে দেখে ফেলেন এবং উদ্ধার করেন।
তাঁর বিস্ফোরক এই ঘটনার কথা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। চাহালের পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন শাস্ত্রী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “একজন ব্যক্তি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। যে কোনও একটা অঘটন ঘটতে পারত। এটা একেবারেই হাসির ব্যাপার নয়। জীবনে প্রথমবার এমন ভয়াবহ ঘটনার কথা শুনলাম। এই ক্রিকেটারকে আজীবন নির্বাসিত করা উচিত। এমন কাউকে ক্রিকেট মাঠের আশপাশেও আসতে দেওয়া ঠিক নয়।”
এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে চাহালের জন্য গর্জে উঠেছেন শাস্ত্রী। উল্লেখ্য, এর আগে ঋদ্ধিমান সাহাকে এক সাংবাদিকের ‘হুমকি’র ঘটনা সামনে এসেছিল। তারপরই বিষয়টি নিয়ে পদক্ষেপ করে বিসিসিআই। এবার দেখার চাহাল ইস্যুতে কী অবস্থান নেয় বোর্ড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.